২০০০ টাকার নোট কি উঠে গেছে? অবশেষে স্পষ্ট উত্তর দিল কেন্দ্রীয় সরকার

২০০০ টাকার নোট কি উঠে গেছে? অবশেষে স্পষ্ট উত্তর দিল কেন্দ্রীয় সরকার

নয়া দিল্লি: ২০১৬ সালে ৮ নভেম্বর কেন্দ্রীয় সরকার দেশে নোটবন্দি ঘোষণা করে। এর পর দেশে ৫০০ ও ২,০০০ টাকার নতুন নোট নিয়ে আসা হয়। পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু এখন ২,০০০ টাকার নোট বাজারে প্রায় দেখা যায়ই না। এখন প্রশ্ন উঠেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি ২০০০ টাকার নতুন ডিজাইনের নোট ইস্যু করতে চলেছে?

সম্প্রতি সংসদে কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্ন করা হয়েছিল। রাজ্যসভায় সরকারকে এই প্রশ্ন করা হলে, অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেছিলেন যে RBI ইতিমধ্যে ২০১৬ সালে ২,০০০ টাকার নতুন নোট সামনে এনেছে।কেন্দ্রীয় সরকারকে এই প্রশ্ন করেছিলেন রাজ্যসভার সাংসদ রাজমণি প্যাটেল। সেই প্রশ্নেরই লিখিত জবাব দেন অর্থ প্রতিমন্ত্রী।

রাজমণি প্যাটেল প্রশ্ন করেন, “সরকার কি ২,০০০ টাকার নোট নতুন ভাবে বন্টন না করার জন্য ব্যাঙ্কগুলিকে নির্দেশ দিয়েছে?” এমন প্রশ্নের উত্তরে অর্থ প্রতিমন্ত্রী স্পষ্টভাবে বলেন, ‘এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’

প্রসঙ্গত, অনেক সময়ে অনেকেই অভিযোগ করেন যে, ব্যাঙ্কের এটিএম-এ ২,০০০ টাকার নোট সবসময় পাওয়া যায় না। ৫০০ টাকার নোটই বেশি দেখা যায়। যদিও এ বিষয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগেই জানিয়েছিলেন যে, আরবিআই-এর বার্ষিক রিপোর্ট অনুসারে, ২০১৯-২০২০ সাল থেকে ২,০০০ টাকার নোটের চাহিদা খুব একটা নেই।

(Feed Source: news18.com)