একের পর এক নজির গড়ে চলেছেন বিরাট কোহলি। সেটা জাতীয় দলের জার্সিতেই হোক, কিংবা আইপিএলে। সুপার সানডে-তেই যেমন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ম্যাচেই অনন্য নজির গড়ে ফেললেন কিং কোহলি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এদিন ২৫০তম ম্যাচ খেলতে নামলেন কোহলি। সেই সঙ্গে গড়ে ফেললেন নজির।
কোহলিই একমাত্র প্লেয়ার যিনি টি-টোয়েন্টিতে কোনও একটি টিমের হয়ে ২৫০ ম্যাচ খেললেন। এই নজির বিশ্বের আর কোনও প্লেয়ারের নেই। তবে নজির গড়ার দিনেই কোহলি নিরাশ করলেন। শুরু থেকেই এ দিন নড়বড় করছিলেন কোহলি। এর পর ১৯ বলে ১৮ করে সাজঘরে ফেরেন তিনি।
এ দিন শুরু থেকেই নড়বড় করছিল ব্যাঙ্গালোর। টস জিতে প্রথম ব্যাট করতে নেমে কোহলি এবং ফ্যাফ ডু’প্লেসি চাপেই ছিলেন। পাওয়ার প্লে-তে উইকেট না পড়লেও হল ৪২ রান। দুই তারকাক কেউই সে ভাবে আক্রমণাত্মক ছিলেন না। তার মাঝেই অবশ্য কোহলি রান আউট মিস করেন যশস্বী জয়সওয়াল। না হলে আগেই আউট হয়ে যেতেন বিরাট। তবে সপ্তম ওভারের শেষ বলে কেএম আসিফের বলে জয়সওয়ালই ক্যাচ ধরেন কোহলির। স্লোয়ার ডেলিভারিটি কোহলি বাতাসে ভাসিয়ে দেন। অতিরিক্ত কভার থেকে ছুটে এসে ক্যাচ নেন জয়সওয়াল।
কোহলি ফিরে গেলে দলের হাল ধরেন ফ্যাফ এবং গ্লেন ম্যাক্সওয়েল। দ্বিতীয় উইকেটে তাঁরা ৬৯ রান যোগ করেন। ৪৪ বলে ৫৫ করে আউট হন ফ্যাফ। আর ৩৩ বলে ৫৪ করেন ম্যাক্সি। বাকি শেষ পাতে মিষ্টি দইয়ের মতো ছিল অনুজ রাওয়াতের ইনিংস। তিনি ১১ বলে ২৯ রান করে আরসিবি-র স্কোর নিয়ে যান ৫ উইকেটে ১৭১ রানে। যা নিঃসন্দেহে প্রতিযোগীতামূলক একটি স্কোর। বাকিরা কেই দুই অঙ্কের ঘরের পৌঁছাননি। মহিপাল লোমরোর (২ বলে ১), দীনেশ কার্তিক (২ বলে ০), ব্রেসওয়েলরা (৯ বলে ৯) চূড়ান্ত হতাশ করেন।
রাজস্থানের কেএম আসিফ এবং অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নিয়েছেন। ১টি উইকেট নিয়েছেন সন্দীপ শর্মা।
(Feed Source: hindustantimes.com)