টানা ১ মাস ঘুমিয়ে থাকে এই গ্রামের মানুষ? ভয়ঙ্কর রহস্য জানলে গা শিউরে উঠবে

টানা ১ মাস ঘুমিয়ে থাকে এই গ্রামের মানুষ? ভয়ঙ্কর রহস্য জানলে গা শিউরে উঠবে

কাজাখস্তান: শরীর সুস্থ রাখতে দিনে ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতেই হবে। তবে কাজের চাপে অনেকেরই পর্যপ্ত পরিমাণ ঘুম হয় না। আবার অনেকেই আছেন যারা একটু বেশি ঘুমান। দিনে ৯ থেকে ১১ ঘন্টা পর্যন্ত ঘুমান ূএমন মানুষের সংখ্যাও কম নেই। তবে টানা ১ মাস ঘুমানোর কথা ভেবেছেন কখনও?

জানলে অবাক হবেন বাস্তবে এমন এক গ্রাম আছে। যে গ্রামের মানুষ টানা ১ মাস পর্যন্ত ঘুমান। কাজাখস্তানের কালাচি গ্রামের মানুষরা একবার ঘুমালে সহজে ঘুম থেকে ওঠেন না। এমনকী মাসের পর মাস পর্যন্ত ঘুমিয়ে থাকেন। তাই এই গ্রামকে স্লিপি হোলো বলা হয়।

কালাচি গ্রামে কোনও ব্যক্তি একবার ঘুমিয়ে পড়লে অন্তত এক মাস জাগে না। তাই এই গ্রামটি সারা বিশ্বে স্লিপি হোলো নামেও পরিচিত। এই গ্রামের কিছু মানুষের অবস্থা এমন যে, ঘুমিয়ে গেলে বহু চেষ্টার পরেও তাদের আর জাগানো যায় না। এমনকী কানের কাছে বোমা ফাটালেও তাদের ঘুমের ব্যাঘাত ঘটানো যায় না।

কালচির লোকেরা অবশ্য এই দীর্ঘ এবং গভীর ঘুম একেবারেই উপভোগ করেন না, বরং তারা এতে খুবই কষ্ট পান। অনেক সময় এমনও হয়েছে যে একজন মানুষ রাস্তার মাঝখানে ঘুমিয়ে পড়েছে। তারপর বহু মাস সেখানেই ঘুমিয়ে রয়েছেন। কালাচি গ্রামের মোট জনসংখ্যা প্রায় ৬০০। কিছু গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, মোট জনসংখ্যার ১৪ শতাংশের দীর্ঘ ও গভীর ঘুমের সমস্যা রয়েছে।

(Feed Source: news18.com)