EXPLAINED | MS Dhoni: কেন ধোনিকেই করা হয়েছিল অধিনায়ক? শাস্ত্রী শোনালেন ‘আনটোল্ড স্টোরি’!

EXPLAINED | MS Dhoni: কেন ধোনিকেই করা হয়েছিল অধিনায়ক? শাস্ত্রী শোনালেন ‘আনটোল্ড স্টোরি’!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ট্রফির বিচারে দেশের সর্বকালের শ্রেষ্ঠ অধিনায়কের নাম এমএস ধোনি (MS Dhoni)। যা নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না কারোরই, ধোনিপন্থী হোক বা ধোনি বিরোধী। এই সত্যি গ্রহণ করতেই হবে। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো থেকে ধোনির সোনার দৌড় শুরু হয়। তাঁর নেতৃত্বেই ভারত ২০১১ সালে পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জেতে। আর এর ঠিক দুই বছর পর ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জেতে ধোনি অ্যান্ড কোং। এরপর থেকে এখনও পর্যন্ত কোনও ভারত অধিনায়কই দেশকে  একটিও আইসিসি ট্রফি জেতাতে পারেননি। বিরাট কোহলির (Virat Kohli) পর, টিম ইন্ডিয়ার তিন ফরম্যাটে পূর্ণ দায়িত্বপ্রাপ্ত অধিনায়ক হন রোহিত শর্মা (Rohit Sharma)। রোহিতেরও আইসিসি-র ট্রফি অধরা। জাতীয় দলে ধোনির প্রাক্তন টিম ম্যানেজার ও কোচ ছিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। রবির সঙ্গে ধোনির সম্পর্কও দুর্দান্ত। আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে শাস্ত্রী জানালেন যে, কেন ধোনিকে বেছে নেওয়া হয়েছিল অধিনায়ক হিসেবে। কোন বিশেষত্বে মাহি নজর কেড়েছিলেন দিলীপ বেঙ্গসরকারের (Dilip Vengsarkar)

শাস্ত্রী বলেন, ‘ধোনির অধিনায়কত্বে খেললে বেশ মজা হবে। অধিনায়ক হিসেবে ওর রেকর্ডই ওকে সবার আগে এনে দেয়।’ ২০০৭ সালে ধোনি ভারতের অধিনায়ক হয়েছিলেন। সেই সময়ে ভারতীয় দলের ম্যানেজার ছিলেন রবি শাস্ত্রী। তিনি জানালেন যে, কেন ধোনিকেই বেছে নেওয়া হয়েছিল অধিনায়ক হিসেবে। শাস্ত্রী বলেন, ‘কুলনেস একটা বিষয় ঠিকই, তবে ও যেভাবে খেলাটা পড়তে পারে বা বোঝে, তা অসাধারণ। আমার এখনও মনে আছে যে, ২০০৭ সালে আমি ভারতীয় দলের ম্যানেজার ছিলাম। দিলীপ বেঙ্গসরকার তখন ছিলেন নির্বাচক। ইডেন গার্ডেন্সে প্র্যাকটিস করার সময়ে রাহুল দ্রাবিড় চোট পেয়েছিল। আমি আর বেঙ্গসরকার কথা বলছিলাম। ঠিক তখনই আমাদের মাথায় ধোনির নাম এসেছিল। আমাকে বেঙ্গসরকার ধোনির ব্যাপারে জিজ্ঞাসা করেছিল, আমি তখন বলেছিলাম যে, এই ছেলেটার নেতা হওয়ার গুণ রয়েছে। আমার সঙ্গে সহমত হতে দিলীপের বেশি সময় লাগেনি। দিলীপ তখন আদর্শ নির্বাচক ছিল সেই সময়ে, যে বুঝেছিল যে, ধোনির মধ্যে কী আছে। ধোনিকে ও শুধু ঠান্ডা মাথার জন্য নয়, খেলা পড়ার দক্ষতা, স্ট্রিট-স্মার্ট গুণ, ব্যক্তিত্ব ও চরিত্র। এই সব মিলিয়েই একজন ভালো অধিনায়ক হয়। ধোনির মধ্যে সব ছিল।’

ধোনির আইপিএল কেরিয়ারও চমকে দেওয়ার মতো। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক ধোনি। ২০০৮ সালে আইপিএলের আবির্ভাব হয় ভারতীয় ক্রিকেটে। সেই বছর চেন্নাই ধোনিকে আইকন ক্রিকেটার হিসাবে দলে নেয়। ধোনি নেতৃত্বে চেন্নাই চারবার আইপিএল খেতাব ও দু’বার চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছে।

(Feed Source: zeenews.com)