কলকাতা : প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই স্ক্যানারে এ বার কালীঘাটের কাকু ওরফে সুজয় ভদ্র এবং তৃণমূল কাউন্সিলর পার্থ সরকারের মোবাইল ফোন। সম্প্রতি দু’জনের বাড়িতে একসঙ্গে তল্লাশি চালায় সিবিআই। বাজেয়াপ্ত করা হয় সুজয় ভদ্রের একটি আইফোন ও একটি অ্যানড্রয়েড ফোন। বাজেয়াপ্ত করা হয়েছে কলকাতা পুরসভার কাউন্সিলর পার্থ সরকারে একটি ফোনও। সিবিআই সূত্রে খবর, বাজেয়াপ্ত হওয়া মোবাইলগুলির তথ্য উদ্ধারের জন্য পাঠানো হয়েছে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে।
মোবাইল ফোনগুলি থেকে কোনও তথ্য মোছা হয়েছে কি না জানতেই ফরেন্সিক পরীক্ষা করতে চাইছেন তদন্তকারীরা। সিবিআই সূত্রে দাবি, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষ, তাপস মণ্ডলের সূত্র ধরেই সামনে এসেছে সুজয় ভদ্রর নাম। যার সঙ্গে কুন্তলের আর্থিক লেনদেনের তথ্য পেয়েছে সিবিআই। এরপরই সুজয়কে নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর অভিযান চালানো হয় বেহালার সুজয় ভদ্রের বাড়িতে। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি।
অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ কাউন্সিলর পার্থ সরকার ওরফে ভজার বাড়ি এবং অফিসেও অভিযান চলে। সম্প্রতি ইডির চার্জশিটে উল্লেখ করা হয়েছে, কুন্তলের বয়ানে ইডি জানতে পেরেছে পার্থ সরকারের মাধ্যমে আর্থিক লেনদেন হয়েছে।
তাই সিবিআই মনে করছে তাঁদের ফোনের সূত্র ধরে অনেক তথ্য পাওয়া যেতে পারে । তাদের আশঙ্কা, তথ্য লোপাটে অনেক কিছু মুছে ফেলা হয়েছে মোবাইল থেকে। সেই তথ্য উদ্ধার করতে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্য প্রয়োজন। তাই ফরেন্সিক পরীক্ষাগারে ফোনগুলি পাঠানো হয়েছে।