নিয়োগে অনিয়ম মিলেছে তবে বারাকপুর সেনা ছাউনিতে পাক নাগরিকের প্রমাণ নেই-CBI
ভারতীয় সেনায় ২ পাক নাগরিক নথি জল করে চাকরি করছেন। তারা বারাকপুর সেনা ছাউনিতে রয়েছেন। এরকমই বিস্ফোরক অভিযোগ উঠেছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশে সেই সংক্রান্ত মামলার তদন্ত করছে সিবিআই এবং সিআইডি। তদন্তের পর প্রাথমিক অনুসন্ধানের রিপোর্ট পেশ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তদন্তে এখনও পর্যন্ত বারাকপুর সেনা ছাউনিতে পাক নাগরিক থাকার প্রমাণ মেনেনি বলে দাবি করেছে সিবিআই। তবে জাল নথি ব্যবহার করে আধা সেনাবাহিনীতে চাকরির বিষয়টি সামনে এসেছে তদন্তকারীদের কাছে। সেক্ষেত্রে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে নিয়োগে অনিয়ম খুঁজে পেয়েছে কেন্দ্রীয় তদন্তকারী…