অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল ? বিচারপতির প্রশ্নের উত্তরে CBI বলল…
সৌভক মজুমদার, কলকাতা : অভয়াকে কি গণধর্ষণ করা হয়েছিল ? যদি তাই হয়, তাহলে বাকি সন্দেহভাজন কারা ? গত সোমবার এই প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। এরপর আজ আর জি কর-কাণ্ডে কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি, রিপোর্ট পেশ করে CBI বলল, ‘এটা গণধর্ষণ নয়, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত, আমাদের তদন্ত তাই বলছে।’ হাইকোর্টের বিচারপতির প্রশ্নের মুখে একথা জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বিস্তারিত… এদিন সিবিআইয়ের তরফে খুব স্পষ্ট করে বলা হয়েছে, এটা কোনও গণধর্ষণের ঘটনা নয়। এটা শুধুমাত্র ধর্ষণের ঘটনা।…



