কোচবিহারে TMC নেতা ‘খুনে অধরা’ , CBI তদন্ত দাবি করল খোদ নিহত শাসক নেতার পরিবার
শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: তৃণমূল নেতা খুনে অধরা , CBI তদন্ত দাবি করল খোদ নিহত শাসক নেতার পরিবার। নিহত তৃণমূল নেতার মা ও পঞ্চায়েত প্রধান কুন্তলা রায় বলেন,’এটা যদি পুলিশের ব্যর্থতা হয়, সিবিআই তদন্ত আমাদের অবশ্যই দরকার হবে।’কোচবিহারের ভরা বাজারে তৃণমূল নেতাকে গুলি করে খুন!ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আর এবার এই ঘটনায়, CBI তদন্ত দাবি করল খোদ নিহত তৃণমূল নেতার পরিবার। শনিবার ফিল্মি কায়দায় খুন করা হয় করা কোচবিহার ১ নম্বর ব্লকের যুব তৃণমূলের…


