TMC Leader M*urd*er: বীরভূমে ভরসন্ধ্যায় তৃণমূল নেতা খু*ন! মল্লারপুরে আচমকা বো*মা ছুড়ে পালায় দু*ষ্কৃতীরা, জখম আরও ২ দলীয় কর্মী

TMC Leader M*urd*er: বীরভূমে ভরসন্ধ্যায় তৃণমূল নেতা খু*ন! মল্লারপুরে আচমকা বো*মা ছুড়ে পালায় দু*ষ্কৃতীরা, জখম আরও ২ দলীয় কর্মী

TMC Leader M*urd*er: অনুব্রত মণ্ডলের গড়ে বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল নেতার, বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমাবাজি। বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। বোমার আঘাতে জখম হয়েছেন মৃত তৃণমূল নেতার দুই সঙ্গীও।

বীরভূমের তৃণমূল নেতা খু*ন।

বোলপুরঃ অনুব্রত মণ্ডলের গড়ে বোমার আঘাতে প্রাণ গেল তৃণমূল নেতার, বীরভূমে তৃণমূল কংগ্রেসের নেতাকে লক্ষ্য করে বোমাবাজি। বোমার আঘাতে মৃত পঞ্চায়েত সমিতির সদস্যের স্বামী। বোমার আঘাতে জখম হয়েছেন মৃত তৃণমূল নেতার দুই সঙ্গীও। এদিন মৃত এবং আহতদের লক্ষ্য করে তিনটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। বোমার আঘাতে গুরুতর জখম হন তৃণমূল কংগ্রেস নেতা বাইতুল্লা শেখ। তিনি বীরভূমের ময়ুরেশ্বর-১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।