ইসলামাবাদ : প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেফতারি এবং তাঁর জামিন নিয়ে পাকিস্তানে একেবারে তুলকালাম পরিস্থিতি৷ পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দল রাস্তায় নেমেছে, পাশাপাশি রাস্তায় নেমে বিক্ষোভ করছে মানুষও৷ পাকিস্তানের সংসদে আজ পিটিআই প্রধান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের ফাঁসির দাবি উঠেছে৷ ন্যাশানাল অ্যাসেম্বলিতে ক্ষমতাসীন জোটে শামিল আসিফ আলি জরদারির পার্টি-র সাংসদ রাজা রিয়াজ আহমেদ খান ইমরান খানের ফাঁসির দাবি তোলেন৷
তিনি তাঁর দাবিতে বলেছেন , ইহুদিদের এজেন্টকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক৷ নিজের বক্তব্যে তিনি বলেছেন, ‘‘ইহুদিদের এজেন্টকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত৷ কিন্তু আদালত তাঁকে এমনভাবে স্বাগত জানিয়েছে যেন জামাই৷ ’’
এর পাশাপাশি ন্যাশানাল অ্যাসেম্বলি (এনএ) পাকিস্তানের মুখ্য ন্যায়াধীশ (সিজেপি) ন্যায়মূর্তি উমরল অতা বন্দিয়ালের বিরুদ্ধে মত প্রকাশের জন্য সমিতি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে৷ এই মামলায় সংসদে নিন্দা প্রস্তাব আনার কথাও বলা হয়েছে৷
সুপ্রিম কোর্টের বিরুদ্ধে সত্ত্বাধারী জোটের বিক্ষোভ
এদিকে ইমরান খানের মুক্তির বিরুদ্ধে পিডিএম সুপ্রিম কোর্টের সামনে বিক্ষোভ শুরু করেছে৷ শুধু এটুকুই নয় সেখানে বিক্ষোভকারীরা নিজেদের ক্যাম্প স্থাপিত করেছে৷ পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট (PDM) একাধিক পার্টি মিলে সংগঠন তৈরি করেছে৷ এতে সত্ত্বাধিকারী পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ জমিয়ত উলেমা এ ইসলাম ফজল (JUIF) এবং পাকিস্তান পিপল পার্টি (PPP) সহ একাধিক পার্টিও সামিল রয়েছে৷
ক্ষমতাসীন জোটের দলের পক্ষ থেকে ইমরানের সমর্থণ করার জন্য আদালতের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগা হচ্ছে৷ পাকিস্তানে ক্ষমতাসীন জোটে শামিল ইসলামি দল একাধিক মামলায় পূর্ব প্রধানমন্ত্রী ইমরান খানকে কথিতভাবে স্বস্তি দিয়েছে৷ সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বিরুদ্ধে সোমবার বিক্ষোভ দেখানো হয়৷