Jibankrishna Saha: মোবাইল থেকে প্রচুর ডেটা ডিলিট করেছিলেন জীবনকৃষ্ণ সাহা, ১০০ শতাংশই উদ্ধার; দাবি CBI-এর

Jibankrishna Saha: মোবাইল থেকে প্রচুর ডেটা ডিলিট করেছিলেন জীবনকৃষ্ণ সাহা, ১০০ শতাংশই উদ্ধার; দাবি CBI-এর

কলকাতা : নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই তদন্ত শুরু করার পরেই নিজের মোবাইল ফোন থেকে প্রচুর ডেটা ডিলিট করেছিলেন জীবনকৃষ্ণ সাহা। তবে ফরেন্সিক বিশেষজ্ঞদের সাহায্যে মুছে যাওয়া তথ্য প্রায় একশো শতাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে। বড়ঞার তৃণমূল বিধায়কের দুটি স্মার্ট ফোনের ফরেন্সিক পরীক্ষার পর, চাঞ্চল্যকর দাবি করল সিবিআই। কেন্দ্রীয় এজেন্সির দাবি, SSC মামলার তদন্ত শুরু হওয়ার পরেই দুটি ফোন থেকে প্রচুর কথোপকথন ও ছবি মুছে ফেলে হয়েছে। সিবিআইয়ের দাবি, মুছে দেওয়া ডেটা উদ্ধার করে জীবনকৃষ্ণর কাছ থেকে নিয়োগ দুর্নীতির টাকা কোথায় কোথায় পৌঁছেছে, সে সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। কেন্দ্রীয় গোয়েন্দাদের অনুমান, এই সমস্ত তথ্য লুকোতেই বাড়িতে তল্লাশি চলাকালীন জীবনকৃষ্ণ দুটি ফোন পুকুরে ফেলে দেন।

(Feed Source: abplive.com)