আরজিকর হাসপাতালের কাছে আগুন, দাউ দাউ করে জ্বলে গেল কাগজের গুদাম

আরজিকর হাসপাতালের কাছে আগুন, দাউ দাউ করে জ্বলে গেল কাগজের গুদাম

আরজিকর হাসপাতালের কাছে আগুনের লেলিহান শিখা। ভর সন্ধ্যায় এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। জায়গাটি হাসপাতালের কাছে হওয়ায় আরও উদ্বেগে পড়েন সাধারণ মানুষ। সূত্রের খবর, একটি কাগজের গুদামে আগুন লেগেছিল। দাহ্য পদার্থে ঠাসা ছিল সেই জায়গাটি। কাগজে আগুন লাগায় তা দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। দমকলের অন্তত ৫টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আরজিকর হাসপাতালের কাছে শ্যামাচরণ মুখার্জি রোডের এই গুদামটিতে প্রথমে আগুনের ফুলকি দেখা যায়। কিছু বুঝে ওঠার আগেই আগুন একেবারে দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে দমকলের একের পর এক ইঞ্জিন ঘটনাস্থলে আসতে শুরু করে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায়।

তবে দমকলের একের পর ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সূত্রের খবর, ধীরে ধীরে আগুন নিয়ন্ত্রণে আসছে। তবে কাগজে আগুন লাগার কারণে বেশিরভাগই পুড়ে গিয়েছে। দমকল কোনওরকমে পরিস্থিতি সামাল দিচ্ছে। পাশাপাশি যে অংশের কাগজ পোড়েনি সেগুলি দমকলের জলে ভিজে গিয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই অনেকটা নিয়ন্ত্রণে আসে।

এদিকে কলকাতায় সম্প্রতি একাধিক বড় অগ্নিকাণ্ড হয়েছিল। তাছাড়া গুরুত্বপূর্ণ পয়েন্টের কাছে আগুন লাগার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছিল। সম্প্রতি রাজভবনের কাছে শরাফ হাউসে আগুন লেগেছিল। সেখানে একজনের মৃত্যু হয়েছিল। এমনকী সেই আগুন লাগার খবর পেয়ে খোদ রাজ্যপাল চলে এসেছিলেন। পরে মুখ্যমন্ত্রীও এলাকায় যান। এবার আরজিকরের কাছে আগুন। অগ্নিনির্বাপন বিধি আদৌ ছিল কি না সেটা দেখা হচ্ছে।

(Feed Source: hindustantimes.com)