আকাশ থেকে বালিবৃষ্টি, শহরবাসীর ওষ্ঠাগত প্রাণ! বাড়ছে শ্বাসকষ্ট, কোথায় জানেন?

আকাশ থেকে বালিবৃষ্টি, শহরবাসীর ওষ্ঠাগত প্রাণ! বাড়ছে শ্বাসকষ্ট, কোথায় জানেন?

যোধপুর: প্রকৃতি বদলে যাচ্ছে— এমন একটা কথা আজকাল প্রায়ই শোনা যায়। প্রকৃতির এই বদল নিয়ে চিন্তিত আবহাওয়া বিশেষজ্ঞরাও। পরিবেশবিদরা দাবি করেছেন, মানুষের মাত্রাছাড়া অত্যাচারের ফলেই প্রকৃতি তার স্বাভাবিক অবস্থার পরিবর্তন ঘটাতে বাধ্য হচ্ছে। ক্রমশ বাড়ছে পৃথিবীর উষ্ণতা। নানা ধরনের অস্বাভাবিক প্রাকৃতিক ঘটনার সাক্ষী থাকছে মানুষ।

এমনই একটি ঘটনার বিষয়ে জানা গিয়েছে সম্প্রতি। এতদিন আমরা বৃষ্টি, শিলাবৃষ্টি এবং তুষারপাতের কথাই জেনেছি। এবার বালির বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। রাজস্থানের যোধপুর শহরে শুরু হয়েছে বালির বৃষ্টি। সম্প্রতি শহরের মাটিতে আকাশ থেকে বালি ঝরে পড়ছে বলে দাবি করেছেন বাসিন্দারা। আর এই ঘটনার ফলে যোধপুরে কুয়াশার মতো আবরণ তৈরি হয়েছে। বেড়ে গিয়েছে AQI বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স। যা স্বাস্থ্যের জন্য মোটেও ভাল নয়।

গরম বাড়ছে সারা দেশে। পশ্চিম রাজস্থানে তাপপ্রবাহ চলছে বেশ কয়েকদিন ধরে। অনেক শহরের তাপমাত্রাই রয়েছে ৪২ ডিগ্রির উপরে। শুরু হয়েছে বালু ঝড়। পশ্চিমি ঝঞ্ঝার কারণে পাকিস্তান থেকে আসা প্রবল বাতাস জয়সলমের, বারমের-সহ মরুভূমি এলাকা থেকে বালি উড়িয়ে আনছে। কখনও কখনও বাতাসের সঙ্গে বালি উড়ছে দু’তিন দিন ধরে। অনেক সময়, এই বালি উড়তে উড়তে আকাশেই থমকে যায়। তারপর ধীরে ধীরে মাটিতে নেমে আসে। তখনই হল বালুবৃষ্টি।

গত মঙ্গলবারও যোধপুর শহরের মাটিতে ধীরে ধীরে বালুকণা ঝরে পড়তে দেখা গিয়েছে। যেন বৃষ্টি হচ্ছে। এদিকে গোটা শহরটি মেঘে বা কুয়াশায় ঢাকা বলে মনে হচ্ছে, কারণ আকাশ জুড়ে বালির চাদর মেলা। এমনকী সূর্যও ঢেকে গিয়েছে। তাতে তাপমাত্রা কিছুটা কমেছে বলে দাবি। কিন্তু এয়ার কোয়ালিটি ইনডেক্স বেড়ে যাওয়ায় মানুষ অনেক সমস্যায় পড়েছে। অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা দেখা দিয়েছে।

রাজস্থান দূষণ বোর্ডের আঞ্চলিক আধিকারিক শিল্পী শর্মা জানান, এই বালি বৃষ্টি ২-৩ দিন স্থায়ী হতে পারে। শহরের এয়ার কোয়ালিটি ইনডেক্স বেড়েছে বলে নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকা প্রয়োজন। রাস্তায় বেরোতে হলে মুখে ভেজা কাপড় বেঁধে রাখাই ভাল। তবে আবহাওয়ার উন্নতি হবে কিছুদিনের মধ্যেই, এমনই আশ্বাস দিয়েছেন তিনি।

(Feed Source: news18.com)