‘দেশবাসীর সঙ্গে ধোঁকা হয়েছে’- ২০০০ টাকার নোট বাতিল নিয়ে বিস্ফোরক মমতা

‘দেশবাসীর সঙ্গে ধোঁকা হয়েছে’- ২০০০ টাকার নোট বাতিল নিয়ে বিস্ফোরক মমতা

কলকাতা: ২০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত সামনে আসার পরেই ফের একবার সারা দেশের মানুষের মনে নোটবন্দির স্মৃতি সামনে চলে এসেছে৷ এই সিদ্ধান্ত সামনে আসার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার ট্যুইটারে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন৷

রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটে লিখেছেন , ‘‘So it wasn’t ₹2000 dhamaka but a billion dollar dhoka to a billion Indians . Wake up my dear brothers and sisters. The suffering we have endured due to demonetisation can’t be forgotten and those who inflicted that suffering shouldn’t be forgiven.’’ – অর্থাৎ  ‘‘তাহলে এটা ২০০০ টাকার ধামাকা ছিল না, কোটি কোটি ভারতীয়র কাছে এটা কোটি কোটি টাকার ধোঁকা ছিল৷ আমার প্রিয় ভাই-বোনরা জেগে উঠুন ৷ নোটবন্দির সময় আমরা যেভাবে অসুবিধার মধ্যে পড়েছিলাম তা ভোলার নয়৷ যারা সেই কারণ ঘটিয়েছিলেন তাঁদের ক্ষমা করবেন না৷ ’’

(Feed Source: news18.com)