A Trio of Asteroids: একই দিনে তিনটি গ্রহাণু! পৃথিবীর আয়ু কি আর কয়েক মুহূর্ত?

A Trio of Asteroids: একই দিনে তিনটি গ্রহাণু! পৃথিবীর আয়ু কি আর কয়েক মুহূর্ত?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিপত্তি ঘটতে পারত। তবে হয়তো ঘটছে না, ঘটল না, ঘটবে না। পৃথিবীর দিকে ধেয়ে আসছে গ্রহাণু। একটি-দু’টি নয়, একেবারে তিন-তিনটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। তবে মহাকাশবিজ্ঞানীরা যা বলছেন, সেই হিসেবে আজ, বৃহস্পতিবার গ্রহাণুগুলি পৃথিবীর গা ঘেঁষে বেরিয়ে যাবে। তাই আতঙ্কের কিছু নেই। আগেই গ্রহাণুগুলির আকার-আকৃতি জানিয়ে পৃথিবীবাসীকে সতর্ক করে দিয়েছিলেন নাসা-র মহাকাশ বিজ্ঞানীরা।

মহাকাশ বিজ্ঞানীরা জানিয়েছিলেন, গ্রহাণু তিনটি দারুণ গতিতে পৃথিবীর দিকে ধেয়ে আসছে। যা বৃহস্পতিবার পৃথিবীকে পাশ কাটিয়ে বেরিয়ে না গেলে অন্য বিপত্তি ঘটতে পারত।

বিজ্ঞানীরা জানিয়েছেন, প্রথম গ্রহাণুটির নাম জেটি২। ১১ মে গ্রহাণুটি প্রথম দেখা যায়। ৭ থেকে ১৬ মিটার লম্বা এই মহাকাশ-পাথর ৫৮২ দিনে সৌরপথ সম্পূর্ণ ভাবে অতিক্রম করে। বৃহস্পতিবার গ্রহাণুটি ২৬.৫ লক্ষ কিমি দূরত্ব বজায় রেখে সর্বোচ্চ ১৮,০০০ কিমি প্রতি ঘণ্টা বেগে পৃথিবীকে অতিক্রম করবে।

দ্বিতীয় গ্রহাণুটির নাম জেসি৩। গত ১৩ মে মহাকাশে গ্রহাণুটি আবিষ্কৃত হয়। গ্রহাণুটি আনুমানিক ১৫-৩৪ মিটার দীর্ঘ। সূর্যকে প্রদক্ষিণ করতে সময় নেয় ৪৪৬ দিন। এটিও পৃথিবীর সবচেয়ে কাছাকাছি পৌঁছবে আজ, বৃহস্পতিবার। এটি ৪৯.৩ লক্ষ কিমি দূর দিয়ে পৃথিবীকে অতিক্রম করবে। পৃথিবীকে অতিক্রম করে যাওয়ার সময়ে গ্রহাণুটির গতি থাকবে ৪৬,৮০০ কিমি প্রতি ঘণ্টা।

মহাকাশ বিজ্ঞানীরা তৃতীয় গ্রহাণুটির নাম দিয়েছেন জেএস১। ১২ মে আবিষ্কৃত এই গ্রহাণুটি আনুমানিক আকার ৯-২১ মিটার। সূর্যের সম্পূর্ণ কক্ষপথে ঘুরতে সময় নেয় ৯০৮ দিন। এটিও বৃহস্পতিবার পৃথিবীর কাছ দিয়ে অতিক্রম করবে। পৃথিবী থেকে এর দূরত্ব ২১.৭ লক্ষ কিমি। পৃথিবীকে অতিক্রম করার সময়ে এর গতিবেগ হবে ঘণ্টা প্রতি ২৮,৮০০ কিমি।

আলোচনা হচ্ছে বটে, কৌতূহলও কম নেই। তবে এর কোনও গ্রহাণুই পৃথিবীর বাতাসে এবারে অন্তত কোনও আতঙ্কের আবহ তৈরি করে দেয়নি।

(Feed Source: zeenews.com)