তিন ব্যাচে WTC Final খেলতে ইংল্যান্ড যাচ্ছে ভারত, কবে দেশ ছাড়ছেন রোহিতরা?

তিন ব্যাচে WTC Final খেলতে ইংল্যান্ড যাচ্ছে ভারত, কবে দেশ ছাড়ছেন রোহিতরা?

 

আগামী ৭-১৩ জুন ওভালে বসতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। এই টুর্নামেন্টে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। আইপিএল শেষেই ইংল্যান্ড উড়ে যাবে ভারতীয় ক্রিকেট দল। কারণ ম্যাচে বেশ কিছুদিন আগেই ইংল্যান্ডে পৌঁছে যেতে চান রাহুল দ্রাবিড়রা। কারণ সেখানকার পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে ক্রিকেটারদের যাতে কোনও রকম সমস্যা না হয় সেই জন্য বেশ কয়েক দিন আগেই চলে যাচ্ছে তারা।

তবে আইপিএল চলায় একই সঙ্গে গোটা দল ইংল্যান্ডে উড়ে যেতে পারছে না। তাই তিন ভাগে ক্রিকেটারদের ইংল্যান্ডে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। গত কয়েক দিন আগে থেকে যা শোনা যাচ্ছিল। এবার সেই পথেই হাঁটেলন জয় শাহরা। যারা আইপিএল খেলছেন না বা আইপিএলের ম্যাচ খেলা হয়ে গিয়েছে তারা প্রথম ব্যাচে অর্থাৎ আগামী ২৩ মে ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দেবেন।

পাশাপাশি যে সব ক্রিকেটাররা আইপিএলে খেলছেন এবং প্লেঅফে তাদের দল উঠলেও ফাইনালে যদি না যেতে পারে, তাহলে সেই দলের ক্রিকেটাররা প্লেঅফের পরই ইংল্যান্ডে উড়ে যাবেন। এখনও পর্যন্ত দ্বিতীয় ভাগে দিনক্ষণ জানায়নি বিসিসিআই। তবে মনে করা হচ্ছে ২৫ অথবা ২৬ মে মার্কিল মুলুকে যেতে দ্বিতীয় ব্যাচের পারেন ক্রিকেটাররা। কারণ আইপিএলের প্লেঅফ হবে ২৩ এবং ২৪ মে। ফলে তার ঠিক পরই চলে যাবেন ক্রিকেটাররা।

একেবারে সবার শেষে যাবেন আইপিএলের ফাইনালে ওঠা দলগুলির ক্রিকেটাররা। আগামী ২৮ মে আইপিএলের ফাইনাল। সেই ফাইনাল ম্যাচ হয়ে গেলেই ৩০ মে ভারত ছাড়বেন ক্রিকেটাররা। ইতিমধ্যেই এই টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই মতো মানসিক দিক থেকে প্রস্ততিও নিয়ে ফেলেছেন ক্রিকেটাররা। এখন এটাই দেখার ইংল্যান্ডের মাটিতে গিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব নিয়ে আসতে পারে কিনা রোহিত শর্মার দল।

গত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মুখোমুখি হয় ভারত এবং নিউজিল্যান্ড। যদিও সেইবার জিততে পারেনি টিম ইন্ডিয়া। কেন উইলিয়ামসনদের দলের কাছে হেরে ফিরতে হয় কোহলিদের। এবার সেই ঘটনার পূণরাবৃত্তি যাতে না ঘটে, সেই দিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। তবে বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে ঋষভ পন্ত এবং জসপ্রীত বুমরাহর দলে না থাকা বেশ কিছুটা হলেও সমস্যায় ফেলবে ভারতকে। এমনটা মনে করছে ক্রিকেট মহল।

(Feed Source: hindustantimes.com)