ফোল্ডেবল স্মার্টফোন কিনবেন? অগাস্টেই বাজারে আনতে পারে ওয়ানপ্লাস

ফোল্ডেবল স্মার্টফোন কিনবেন? অগাস্টেই বাজারে আনতে পারে ওয়ানপ্লাস

কলকাতা: ওয়ানপ্লাস ফ্যানরা যাঁরা ফোল্ডেবল স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাঁদের জন্য সুখবর। কয়েক মাসের মধ্যেই বাজারে আসতে চলেছে ওয়ানপ্লাস-এর ফোল্ডেবল স্মার্টফোন। চলতি বছরের তৃতীয় কোয়ার্টারে এই ফোন বাজারে আনার কথা জানিয়েছিল ওয়ানপ্লাস। সেই অনুযায়ী, অগাস্টেই ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ হওয়ার সম্ভাবনা।

এমনটা ঘটলে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে স্যামসাংয়ের ফোল্ডেবল ফোন। কারণ ওই সময়েই স্যামসাং ‘Galaxy Z Fold 5’ এবং ‘Galaxy Z Flip 5’ লঞ্চ করতে চলেছে। ফোল্ডেবল ফোনের দুনিয়ায় শুধু স্যামসাং নয়, ওপ্পো এবং মোটোরোলা-কেও জোরালো টক্কর দিতে চলেছে ওয়ানপ্লাস।

ওয়ানপ্লাসের ফোল্ডেবল স্মার্টফোন দেখতে কেমন হবে, কী কী ফিচার থাকবে, সে সম্পর্কে কিছুই জানায়নি কোম্পানি। গোটা বিষয়টা নিয়েই রহস্য বজায় রেখেছে তারা। তবে যেটুকু জানা গিয়েছে, ওয়ানপ্লাস তাদের প্রথম ফোল্ডেবল ফোন ‘OnePlus V Fold’ নামে লঞ্চ করতে পারে। স্মার্টফোনের স্পেক্স সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি। তবে অনেকে দাবি করছেন, ওয়ানপ্লাস ভি ফোল্ড ‘OPPO Find N2 Flip’-র মতো একই স্পেক্স পেতে পারে।

‘OnePlus V Fold’ যদি ওপ্পো-র ফোল্ডেবল ফোনের মতো স্পেক্স পায় তাহলে ৭.১ ইঞ্চির মেন ডিসপ্লে এবং ৫.৫৪ ইঞ্চির কভার ডিসপ্লে থাকবে। স্ন্যাপড্রাগন ৮+ জেন১-এ কাজ করবে এবং পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। এর মধ্যে ৫০ মেগাপিক্সেল মেন ক্যামেরা, ৪৮ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, পাশাপাশি ৪৫২০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনাও রয়েছে। তবে অনেকে আবার বলছেন ওয়ানপ্লাসের প্রথম ফোল্ডেবল ফোনে Samsung Galaxy Z Fold 4-এর মতো ২কে ডিসপ্লে থাকতে পারে। অর্থাৎ স্পষ্ট কোনও ছবি পাওয়া যাচ্ছে না।

কয়েকদিন আগে ‘OnePlus V Fold’ এবং ‘OnePlus V Flip’-এর ট্রেডমার্ক প্রকাশিত হয়েছে। এদিকে ওয়ানপ্লাস একটি নতুন ফোন, ‘OnePlus Nord N30’ নিয়েও কাজ করছে, যা ‘OnePlus Nord N20’-র আপগ্রেড সংস্করণ হবে। এটি গুগল প্লে কনসোল তালিকাতেও দেখা গিয়েছে।

(Feed Source: news18.com)