‘আপনাকে আশ্বাস দিচ্ছি…’, ইউক্রেন প্রেসিডেন্টকে কী বার্তা মোদির ?

‘আপনাকে আশ্বাস দিচ্ছি…’, ইউক্রেন প্রেসিডেন্টকে কী বার্তা মোদির ?

নয়া দিল্লি : জাপানে G7 সম্মেলনের পার্শ্বমঞ্চে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। আজ হিরোশিমায় মুখোমুখি হন উভয় দেশের রাষ্ট্রনেতা। গত বছর ফেব্রুয়ারি মাসে রাশিয়া ইউক্রেনের উপর হামলা চালানোর পর এই প্রথমবার মুখোমুখি হলেন মোদি-জেলেনস্কি। এর আগে তাঁরা ভার্চুয়ালি পরস্পরের সঙ্গে কথা বলেছিলেন।

বৈঠকের বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। সেখানে প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, “গোটা বিশ্বের জন্য ইউক্রেনে যুদ্ধ বিশাল বড় একটা ব্যাপার। বিভিন্নভাবে এটি প্রভাব ফেলেছে বিশ্বে। আমি এটাকে রাজনৈতিক বা অর্থনৈতিক ইস্যু বলে মনে করি না। এটা মানবিকতার ইস্যু, মানুষের মূল্যবোধের ইস্যু। আমাদের থেকে আপনি যুদ্ধের ভোগান্তি বেশি ভাল জানেন। গত বছর যখন আমাদের ছেলে-মেয়েরা ইউক্রেন থেকে ফিরে এসে সেখানকার পরিস্থিতি বর্ণনা করে, তখন আমি আপনাদের নাগরিকদের যন্ত্রণার কথা ভালভাবে অনুভব করতে পারছিলাম। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে ভারত, এবং আমি নিজে ব্যক্তিগতভাবে, এই সমস্যার সমাধানের জন্য আমাদের পক্ষে যা করা সম্ভব তা করব।”

মোদি-জেলেনস্কির বৈঠকের বিষয়ে ট্যুইট করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়। বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।

ভারত যদিও G7 রাষ্ট্রভুক্ত দেশ নয়, তবু জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। হিরোশিমার সম্মেলন মঞ্চে হাজির হলে এদিন তাঁকে স্বাগত জানান কিশিদা। একইরকম জাপানের আমন্ত্রণেই সম্মেলনের মঞ্চে হাজির প্রেসিডেন্ট জেলেনস্কি।

এদিন প্রধানমন্ত্রী মোদি ফুমিও কিশিদার সঙ্গে ভারত-জাপান বন্ধুত্ব নিয়ে আলোচনা করেন। বাণিজ্য-অর্থনীতি ও সংস্কৃতি-সহ বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়। পরে, ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও প্রধানমন্ত্রী মোদির মধ্যে সাক্ষাৎ হয়। সম্মেলনের পার্শ্বমঞ্চে এক অপরকে আলিঙ্গন করেন।

প্রসঙ্গত, G7 সম্মেলনে যোগ দিতে গতকাল জাপান পৌঁছান প্রধানমন্ত্রী। গতকালই হিরোশিমায় পা রাখেন তিনি। সম্মেলেন অতিথি দেশ হিসাবে আমন্ত্রণ জানানো হয়েছে ভারতকে। ২০০৩ সাল থেকে G7 সম্মেলনে যোগ দিচ্ছে ভারত। গতকাল জাপানে পৌঁছে প্রধানমন্ত্রী সেখানে বসবাসরত ভারতীয়দের সঙ্গে দেখা করেন। হিরোশিমার সংশ্লিষ্ট হোটেলের সমানে তাঁর জন্য অপেক্ষা করছিলেন ভারতীয়রা।

(Feed Source: abplive.com)