ত্রিপুরাঃ হঠাৎ বিপ্লবী বিপ্লব, ডাক পড়ল দিল্লিতে! বিপাকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী?

ত্রিপুরাঃ হঠাৎ বিপ্লবী বিপ্লব, ডাক পড়ল দিল্লিতে! বিপাকে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী?

আগরতলা: বিপ্লব দেবের বিপ্লব নিয়ে চিন্তায় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ গতকালই বিপ্লব দেবকে দিল্লি ডেকে পাঠানো হয়েছে৷ আজ কেন্দ্রীয় নেতৃত্ব, তাঁর সঙ্গে বৈঠক করবেন বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, রবিবার আগরতলায় নিজের বাসভবনে বসে বহিরাগত ইস্যু নিয়ে তোপ দেগেছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিপ্লব দেব৷ ত্রিপুরা বিজেপি-র কাজকর্ম নিয়ে অসন্তোষ জানাতে গিয়ে বিপ্লব বলেন, ‘আমাদের দল অত্যন্ত সুশৃঙ্খল। কিন্তু মাঝে মধ্যেই বহিরাগতদের নাক গলাতে দেখছি। নরেন্দ্র মোদি এবং অমিত শাহের নেতৃত্বে আমরা নিজেরা দল চালাব। তাতে দল এবং সরকার সঠিক পথে চলবে। কিন্তু বহিরাগতদের অনুপ্রবেশ ঘটছে। তা শীর্ষ নেতৃত্বকে জানিয়েছি আমি।’

ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপরে পূর্ণ আস্থা রয়েছে আমার। ওঁর আশীর্বাদ মাথায় নিয়ে কাজ করার সুযোগ হয়েছে। আমাকে উনি যে দায়িত্ব পালন করতে বলবেন, করব।’

বিপ্লব দেবের এই মন্তব্যকে ভাল চোখে দেখছে না বিজেপি৷ কয়েক মাস আগেই ত্রিপুরায় পুনরায় ক্ষমতায় এসেছে বিজেপি৷ সেখানে মানিক সাহার নেতৃত্বে সরকার চলছে। তারই মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর এই বহিরাগত ইস্যু নিয়ে তোলপাড় হচ্ছে রাজনীতি। তবে কাকে বহিরাগত বললেন বিপ্লব দেব? তা নিয়ে মুখে কুলুপ নেতাদের৷

(Feed Source: news18.com)