ফিরল এগরা বিস্ফোরণের স্মৃতি! বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত নাবালিকা সহ ৩

ফিরল এগরা বিস্ফোরণের স্মৃতি! বজবজে বাজি কারখানায় বিস্ফোরণ! মৃত নাবালিকা সহ ৩

দক্ষিণবঙ্গ: পূর্ব মেদিনীপুরের এগরায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ফিরল স্মৃতি৷ সপ্তাহ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণ৷ এবারও সেই বাজি কারখানায়৷ অভিযোগ, এগরার পরে বজবজে বেআইনি ভাবে মজুত বাজিতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে৷ ঘটনাস্থলের মৃত্যু হয়েছে তিন জনের৷ তার মধ্যে একজন নাবালিকা৷ তবে মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা৷

জানা গিয়েছে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, যে বাড়িতে বাজি মজুত ছিল বলে অভিযোগ, সেই বাড়ির একটা অংশ ভেঙে পরে৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকল৷ স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যায় চিংড়িপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। সেই ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের নাম জয়শ্রী ঘাটি (৬৫), পম্পা ঘাটি (১০)। ঘটনার পর তাঁদের বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

যদিও দমকলের দাবি, বিস্ফোরণ হয়নি৷ কী কারণে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে৷ এলাকায় আগুন নিয়ন্ত্রণের কাজ করছে দমকলের ২টি ইঞ্জিন। আশপাশের এলাকাতেও তল্লাশি চালানো হচ্ছে। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। বাড়িটিতে বাজি মজুত ছিল, নাকি সেখানে বাজি বানানো হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

প্রসঙ্গত, গত মঙ্গলবারই এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়৷ বিস্ফোরণের তীব্রতায় পুড়ে ছাই হয়ে যায় বাড়ি৷ পুকুরে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল মানুষের দেহাংশ৷ ঘটনায় কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ বিস্ফোরণে নিহত মূল অভিযুক্ত ভানু বাগ৷ গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলে ও ভাইপোকে৷

(Feed Source: news18.com)