দাউ দাউ করে জ্বলছে আগুন! নতুন করে অশান্তি মণিপুরে, নামল সেনা, ফের জারি কার্ফু

দাউ দাউ করে জ্বলছে আগুন! নতুন করে অশান্তি মণিপুরে, নামল সেনা, ফের জারি কার্ফু

মণিপুর: উত্তপ্ত তো ছিলই৷ এবার আবারও নতুন করে অশান্তি ছড়াল উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে৷ সোমবার দুপুরে মণিপুরের রাজধানী ইম্ফলের ২টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় একদল জনতা৷ জোর করে বন্ধ করিয়ে দেওয়া হয় দোকানপাট৷

স্থানীয় পুলিশ সূত্রের খবর, এদিন দুপুর নাগাদ ইম্ফলের নিউ ল্যাম্বুলেন এলাকায় জোর করে এলাকার সমস্ত দোকানপাট বন্ধ করিয়ে দেয় ২ সশস্ত্র দুষ্কৃতী৷ তারপরেই উত্তেজিত জনতা এলাকার ২টি বাড়িতে আগুন লাগিয়ে দেয়৷ রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান৷

বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার খবর পাওয়া মাত্রই এলাকায় পৌঁছন নিরাপত্তাকর্মীরা৷ আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা করেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে  নামানো হয় সেনা ও আধা সামরিক বাহিনী৷ বিক্ষোভকারীদের আটকাতে ছোঁড়া হয় বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল৷

এদিনের ঘটনার পরে ২ সশস্ত্র দুষ্কৃতীকেই আটক করা হয়েছে বলে সূত্রের খবর৷ ঘটনার পরপরই তাদের একজনকে ঘিরে ধরে বেধড়ক মারধর করে উত্তেজিত জনতার একাংশ৷ অপরজন সেই সময় পালিয়ে গেলেও পরে ধরা পড়ে৷

এর মধ্যেই অবশ্য নতুন করে কার্ফু জারি হয়েছে উত্তর-পূর্বের এই রাজ্যে৷ সকাল ৬ টা থেকে দুপুর ২টো পর্যন্ত জারি থাকছে কার্ফু৷ এছাড়া, সারা রাজ্যে ইন্টারনেট পরিষেবার উপরে জারি হওয়া নিষেধাজ্ঞা আরও ৫ দিনের জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে৷

মণিপুরে সাম্প্রতিক এই অশান্ত অবস্থার সূত্রপাত গত ৩ মে৷ মেইতেই সম্প্রদায়কে তফশিলি উপজাতি (ST) স্টেটাস দেওয়ার সরকারি সিদ্ধান্ত ঘিরেই যাবতীয় অশান্তি৷ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই গত ৩ মে ‘Tribal Solidarity March’-এর আয়োজন করা হয় মণিপুরের নাগরিকদের একাংশের তরফে৷ সেই থেকেই অগ্নিগর্ভ উত্তরপূর্বের এই শান্ত রাজ্য৷

এর আগেও অবশ্য হিংসার পটভূমি তৈরি হচ্ছিল উপজাতি অধ্যুষিত অঞ্চলে৷ কুকি উপজাতির বাসিন্দাদের সংরক্ষিত অরণ্যের এলাকা থেকে অন্যত্র সরানোর প্রক্রিয়া ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল৷ তারপরেই ওই মিছিল৷

মণিপুরের মোট জনসংখ্যার ৫৩ শতাংশই মেইতেই সম্প্রদায়ের৷ তাঁরা মূলত, ইম্ফল উপত্যকার বাসিন্দা৷ অন্যদিকে, নাগা, কুকির মতো উপজাতির প্রতিনিধিরা মূলত বসবাস করেন পার্বত্য এবং অরণ্য অধ্যুষিত এলাকায়৷

(Feed Source: news18.com)