‘আপনার জন্য মহা সমস্যায় পড়েছি’, হাসিমুখে মোদিকে কেন ‘অভিযোগ’ বাইডেনের?

‘আপনার জন্য মহা সমস্যায় পড়েছি’, হাসিমুখে মোদিকে কেন ‘অভিযোগ’ বাইডেনের?

নয়াদিল্লি: ভারতের প্রধানমন্ত্রীর (Indian PM) জন্য রীতিমতো ‘সমস্যায়’ পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US President Joe Biden)। রাখঢাক না করে স্বয়ং নরেন্দ্র মোদিকেই একথা জানিয়েছেন তিনি। সমস্যা কীসের? আগামী মাসে ভারতের প্রধানমন্ত্রীর (Narendra Modi) আমেরিকা-সফর ঘিরে প্রবাসী ভারতীয়দের মধ্যে তুমুল উন্মাদনা তৈরি হয়েছে। যে অনুষ্ঠানে মোদি বক্তব্য রাখবেন, সেখানে আসার আর্জি জানিয়ে তাঁদের তরফে কাতারে কাতারে অনুরোধ আসছে মার্কিন প্রেসিডেন্টের দফতরে। অনুরোধের চাপ সামলাতে গিয়ে নাকানিচোবানি খাওয়ার অবস্থা বাইডেনের। সেই সমস্যার কথাই টোকিওয় ‘কোয়াড’ গোষ্ঠীর বৈঠকের ফাঁকে মোদিকে জানান তিনি।

এক ছবি অস্ট্রেলিয়ায়…
আজ সিডনিতে এক অনুষ্ঠানে অস্ট্রেলিয়ার বিভিন্ন সংস্থার সিইও, শিল্পপতি ও প্রবাসী ভারতীয়দের সঙ্গে আলাপচারিতা করবেন প্রধানমন্ত্রী মোদি। তার আগে, গত কাল, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজও জানান, অনুষ্ঠানে আসার আর্জি জানিয়ে তাঁর কাছে যে পরিমাণ অনুরোধ এসেছে, তার সবটা রাখা যায়নি। সূত্রের খবর, যেখানে আজকের অনুষ্ঠান হওয়ার কথা, সেখানে ২০ হাজার দর্শকাসন রয়েছে। সবকটি টিকিট হুড়মুড়িয়ে বিক্রি হয়ে গিয়েছে। কিন্তু তার পরও টিকিটের জন্য অনুরোধ আসা বন্ধ হয়নি। এই প্রসঙ্গেই, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর তাঁর ভারত-সফরের স্মৃতি ফিরে দেখেন। সে বার আহমেদাবাদের বিশাল স্টেডিয়ামে, প্রায় ৯০ হাজার দর্শকের সামনে, অনুষ্ঠানের আয়োজন করেছিল মোদি সরকার।

‘অটোগ্রাফ নিতে চাই’…
মোদির সফর ঘিরে যে পরিমাণ উন্মাদনা তৈরি হয়েছে, সে কথা জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘আপনার একটা অটোগ্রাফ নেওয়া উচিত।’ বাইডেনের কথায়, ‘আগামী মাসে আপনার জন্য ওয়াশিংটনে ডিনার রয়েছে। গোটা দেশের সকলে আসতে চান। এদিকে টিকিট শেষ। আপনার মনে হচ্ছে, আমি মজা করছি? তা হলে আমার টিমকে জিজ্ঞাসা করুন।’  মার্কিন প্রেসিডেন্টের দাবি, তিনি এমন সব জায়গা থেকে ফোন পাচ্ছেন, যাঁরা আগে কখনও তাঁকে যোগাযোগ করেননি। তালিকায় কে নেই? এমনকি চলচ্চিত্র তারকারাও আসতে চান মোদির অনুষ্ঠানে। সূত্রের খবর বাইডেন বলেন, ‘আপনি ভীষণ জনপ্রিয়।’ এই জনপ্রিয়তার কারণও ব্যাখ্যা করেছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের মতে, ভারতের প্রধানমন্ত্রী নানা ক্ষেত্রে দারুণ প্রভাব বিস্তার করেছেন। কোয়াড গোষ্ঠীভুক্ত দেশগুলির যা কাজ, তাতে প্রভাব ফেলার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মোদির, মনে করেন বাইডেন। এমন ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব তৈরি করতেও ভূমিকা রয়েছে তাঁর, জানান মার্কিন প্রেসিডেন্ট। পাশাপাশি, মোদি যত বার বিদেশ-সফরে গিয়েছেন, তত বার সেখানে ভারতীয় সংস্কৃতির নানা দিক তুলে ধরার চেষ্টা করেছেন। সব মিলিয়ে এই জনপ্রিয়তা, ধারণা জো বাইডেনের।

(Feed Source: abplive.com)