জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

জামাইষষ্ঠীতে অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি জারি অর্থ দফতরের

আগামী বৃহস্পতিবার জামাইষষ্ঠী। জামাইয়ের সঙ্গে ওই দিন শ্বশুরবাড়ির একটা মাখো–মাখো সম্পর্ক গড়ে ওঠে। জামাইরা শ্বশুরবাড়িতে গিয়ে দারুণ আপ্যায়ন পান। পাল্টা উপহার তুলে দেন জামাই বাবাজীবন। কিন্তু অফিস ছুটি না দিলে ভেস্তে যায় কবজি ডুবিয়ে পেটপুজো। মেয়ে–জামাইকে দেখতে পান না শ্বশুর–শাশুড়ি। সুতরাং একটা আক্ষেপ থেকেই যায় দু’‌তরফে। আর এই আক্ষেপ দূর করতে সরকারি কর্মচারীদের ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। সুতরাং সরকারি কর্মচারী জামাইরা নিশ্চিন্তে দুপুরের চব্য–চষ্য–লেহ্য–পেয় খেতে পারবেন। বেসরকারি কর্মচারীদের বিধি বাম। কারণ এসব বেসরকারি সংস্থায় হয় না।

কেমন ছুটি পাবেন জামাইরা?‌ নবান্ন সূত্রে খবর, সরকারি কর্মচারী জামাইরা অর্ধেক অফিস করে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে হাঁটা লাগাতে পারবেন। কারণ পূর্ণদিবস ছুটি দেওয়া হয়নি। এবার জামাইষষ্ঠীতে রাজ্যের সরকারি কর্মচারীদের হাফ ছুটি অর্থাৎ অর্ধদিবস ছুটি ঘোষণা করা হয়েছে। আজ, মঙ্গলবার এই ছুটি দেওয়ার কথা জানাল নবান্ন। তাই আগামী ২৫ মে, অর্থাৎ বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে দুপুর দু’টোর পর ছুটি থাকবে সরকারি দফতরগুলিতে।

আর কী জানা যাচ্ছে?‌ আজ, মঙ্গলবার এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ দফতর। সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, জামাইষষ্ঠী উপলক্ষ্যে রাজ্যের সব সরকারি দফতরে অর্ধদিবস ছুটি থাকবে। এমনকী রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও ছুটি থাকবে আগামী বৃহস্পতিবার। রাজ্য সরকারের সমস্ত দফতর এবং অধীনস্থ সংস্থাগুলিতেই ছুটি থাকবে জামাইষষ্ঠীতে। স্বাভাবিকভাবেই এখন থেকেই পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন সরকারি চাকরিরত জামাইরা। অনেকের কাছে তাঁদের স্ত্রী ফোন করে জিজ্ঞাসা করতে শুরু করে দিয়েছেন, বৃহস্পতিবার যাওয়া হচ্ছে তো?‌

আগে কী দেখা যেত?‌ বামফ্রন্ট সরকারের আমলে এই ছুটি ছিল না। তবে বহু জামাইরা না জানিয়েই ছুটি নিতেন। আর শ্বশুরবাড়ির মন রাখতেন। আবার অনেকে ছুটি নিতেন না। রবিবার পড়লে যেতেন। না হলে ছুটি দেখে অনুষ্ঠান করার আর্জি করতেন শ্বশুর বাড়িতে। কিন্তু গত কয়েক বছর ধরেই জামাইষষ্ঠীর দিনে ছুটি পেয়ে আসছেন সরকারি কর্মীরা। কারণ ২০১১ সাল থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর জামাইষষ্ঠীর দিন অর্ধদিবস ছুটি দেওয়ার কথা প্রথম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং আগামী ২৫ মে, বৃহস্পতিবার জামাইষষ্ঠী উপলক্ষ্যে দুপুর ২টোর পর ছুটি থাকবে সরকারি দফতরগুলি।

(Feed Source: hindustantimes.com)