নয়াদিল্লি: শ্রীনগরে শেষ হল G20 গ্রুপের মিটিং। Third Tourism Working Group (TWG) -এর মিটিং শেষের পর কাশ্মীর ভ্রমণে বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
প্রায় ৬০ জন বিদেশি প্রতিনিধি ছিলেন এই মিটিংয়ে। এদিন সকালটা শুরু হয়েছিল যোগব্যায়াম দিয়ে। যোগ-সেশনের পরে নিষাত গার্ডেনে ঘুরতে যান তাঁরা। পরে ডাল লেকের পাশে রয়্যাল স্প্রিং গল্ফ ক্লাবেও যান তাঁরা।
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক একটি ট্যুইটে জানিয়েছে, ‘শ্রীনগরের বিভিন্ন এলাকার সৌন্দর্য ঘুরে দেখেছেন G20 মিটিংয়ের প্রতিনিধিরা। তারা নিষাত গার্ডেনে ঘুরে দেখেছেন। 3rd G20 TWG- মিটিংয়ের তৃতীয় দিনে শ্রীনগর ঘুরে দেখেছেন তাঁরা।’
এদিন শ্রীনগরের রাস্তায় ঘুরে বেড়ানোর সময় সেলফিতে মগ্ন হতে দেখা গিয়েছে তাঁদের। ঐতিহ্যশালী কাশ্মীরি পোশাকও পরখ করতে দেখা যায় তাঁদের।
সূত্রের খবর, পর্যটনস্থল হিসেবে কাশ্মীরের (Kashmir) গুরুত্বের কথা বারবার শোনা গিয়েছে ওই বিদেশি প্রতিনিধিদের মুখে। পর্যটন মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা কাশ্মীর, এমনটাও জানিয়েছেন তাঁরা। কাশ্মীরিদের আতিথেয়তার প্রশংসাও করেছেন তাঁরা।
কোথায় কোথায় ঘুরেছেন প্রতিনিধিরা?
ডাল লেকের বুলেভার্ড রোডে ঘুরেছেন তাঁরা। শ্রীনগরের লালচকে পোলো ভিউ মার্কেটে গিয়েছেন। যদিও তাঁর আগে সুরক্ষার জন্য ওই রাস্তায় সাধারণ জনগণের ঢোকা নিষিদ্ধ হয়ে গিয়েছিল। শুধুমাত্র দোকানদারেরা তাঁদের দোকানে ছিলেন। বেশ কিছু দোকান থেকে শাল, হাতের কাজের জিনিস, শুকনো ফল কেনেন বিদেশি প্রতিনিধিরা।
৩৭০ ধারা বাতিলের পর থেকে জম্মু-কাশ্মীরে হওয়া সবচেয়ে বড় আন্তর্জাতিক অনুষ্ঠান G20 মিটিং। এই বৈঠকে যোগ দেয়নি চিন। ওই গোষ্ঠীর বাকি সদস্যরা- আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ানের প্রতিনিধিরা এই অনুষ্ঠানে এসেছে।
গত ডিসেম্বর থেকে এই গোষ্ঠীর সভাপতিত্ব পেয়েছে ভারত। G20 সংক্রান্ত একাধিক অনুষ্ঠান আয়োজন করেছেন ভারত। কাশ্মীর ও অরুণাচল প্রদেশে আয়োজিত হয়েছে। বিশেষজ্ঞদের মতে মূলত ২টি কারণ রয়েছে এর পিছনে, প্রথমত ওই দুটি এলাকায় উন্নয়নের ছবি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা এবং ওই দুটি জায়গার উপর শত্রুমনোভাবাপন্ন দেশের দাবি নস্যাৎ করা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে সেজে উঠেছিল শ্রীনগর। শ্রীনগর বিমানবন্দর থেকে অনুষ্ঠান স্থলের রাস্তা সেজে উঠেছে বিভিন্ন শিল্পকর্ম দিয়ে। পরিচ্ছন্নতার দিকেও নজর দেওয়া হয়েছিল।
(Feed Source: abplive.com)