
উত্তর দিনাজপুর: শিলিগুড়ির পরে এবার উত্তর দিনাজপুর, বেআইনি বালি খাদানের বলি! করণদিঘিতে নদীতে বেআইনিভাবে বালি তোলায় গর্ত, সেখানেই পড়ে মৃত্যু ৩ শিশুর। করণদিঘির সুধানি নদীর গর্তে পড়ে ৪, ৭, ৯ বছরের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু। বেআইনিভাবে নদী থেকে বালি তোলায় গর্তের জন্যেই দুর্ঘটনা, দাবি পরিবারের।
(Feed Source: abplive.com)