আসছে এক্কেবারে নতুন ধাঁচের ৭৫ টাকার কয়েন! কবে? হঠাৎ কেনই বা এই সিদ্ধান্ত?

আসছে এক্কেবারে নতুন ধাঁচের ৭৫ টাকার কয়েন! কবে? হঠাৎ কেনই বা এই সিদ্ধান্ত?

নয়াদিল্লি: আগামী ২৮ মে, রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে উদ্বোধন হতে চলেছে ভারতের নতুন সংসদ ভবনের৷ এই উদ্বোধনী অনুষ্ঠানের কথা ঘোষণা ইস্তকই এ নিয়ে বিতর্ক তুঙ্গে৷ রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূর পরিবর্তে প্রধানমন্ত্রী কেন সংসদ ভবনের উদ্বোধন করবেন, তা নিয়ে সরব বিরোধীরা৷ দেশের ২০টি দল উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিয়েছে৷ সুপ্রিম কোর্টে গড়িয়েছে মামলা৷ এমনকি, হিন্দুত্ববাদী নেতা বীর সাভারকারের জন্মদিনটিই এই উদ্বোধনী অনুষ্ঠানের দিন হিসাবে বেছে নেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস৷

তবে এই সব বিতর্ক সত্ত্বেও উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি কিন্তু চলছে জোরকদমে৷ দিন দুয়েক আগেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ওই দিনই সেনার তৈরি রাজদণ্ড সংসদের অধ্যক্ষের আসনের পাশে প্রতিস্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ প্রসঙ্গত, ভারত স্বাধীন হওয়ার সময় এই সোনার রাজদণ্ডই ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর হাতে তুলে দিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন৷

এবার কেন্দ্রের তরফে ঘোষণা করা হল, এই বিশেষ মহূর্তকে স্মরণীয় করে রাখতে একটি বিশেষ ৭৫ টাকার কয়েনও সামনে আনা হচ্ছে ওই দিন৷

জানা গিয়েছে, ওই কয়েনের একদিকে থাকবে অশোকস্তম্ভের সিংহ৷ তার নীচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’ এবং ৭৫ সংখ্যা৷ তার একপাশে দেবনাগরী হরফে লেখা থাকবে ‘ভারত’, অন্যপাশে ইংলিশে ‘ইন্ডিয়া’৷

কয়েনটির অন্যপাশে থাকবে নতুন সংসদ ভবনের প্রতিকৃতি৷ প্রতিকৃতির উপরের দিকে দেবনাগরী হরফে লেখা থাকবে ‘সংসদ সঙ্কুল’ এবং নীচে ইংলিশে লেখা থাকবে ‘পার্লামেন্টারি কমপ্লেক্স’৷

৪৪ মিলিমিটার ব্যাসার্ধের কয়েনটির ধার বরাবর ২০০টি দাগ থাকছে৷ ওজন ৩৫ গ্রাম৷ ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল ও ৫ শতাংশ জিঙ্ক দিয়ে তৈরি হচ্ছে এই মুদ্রা৷

আগামী ২৮ তারিখের অনুষ্ঠানে ২৫ টি রাজনৈতিক দলের প্রতিনিধির উপস্থিত থাকার কথা৷ তবে উপস্থিত থাকছে না, আপ, তৃণমূল, সমাজবাদী পার্টির মতো দল৷

(Feed Source: news18.com)