‘কাজ চলে গেলে ইয়ং ছেলেরা খরচ চালাতে ক্রাইমের দিকে যায়’ , ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে’ : সৌগত রায়

‘কাজ চলে গেলে ইয়ং ছেলেরা খরচ চালাতে ক্রাইমের দিকে যায়’ , ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে’ : সৌগত রায়

কলকাতা : সাম্প্রতিককালে পরপর বিস্ফোরণ নিয়ে অদ্ভুত তত্ত্ব দেওয়ার পর এবার ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে (Barrackpore Shootout) নতুন তত্ত্ব দিলেন সৌগত রায় (Sougata Roy)। ব্যারাকপুর শিল্পাঞ্চলে অপরাধ বৃদ্ধির কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল সাংসদ (TMC MP)। দমদমের তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেছেন, ‘মিল বন্ধ হলে অনেক লোকের কাজ চলে যায়, তখন সেই ইংয় ছেলেরা, তাদের তো খরচ খরচা দরকার, তখন তারা কিছু ক্রাইমের দিকে ধাবিত হয়।’

মঙ্গলবার, সন্ধেয় ব্যারাকপুর স্টেশনের অদূরে, জনবহুল এলাকা আনন্দপুরীতে সোনার দোকানে শ্যুটআউটে তরতাজা যুবক খুনের পর ব্যারাকপুরের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলছেন খোদ স্থানীয় সাংসদই। আনন্দপুরীর ঘটনায়, দু-জনকে গ্রেফতার করা হলেও, কী কারণে খুন ? ডাকাতিতে বাধা পেয়ে খুন ? নাকি, এর পিছনে অন্য কোনও কারণ আছে? তা এখনও স্পষ্ট করে বলতে পারছে না পুলিশ। এই অবস্থায়, ব্যারাকপুরে শ্যুটআউটকাণ্ডে নতুন তত্ত্ব দিলেন সৌগত রায়।

সম্প্রতি, রাজ্যের একাধিক জায়গায় বিস্ফোরণে পর পর মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ‘একশো দিনের কাজ পাচ্ছেন না বলে বাজি কারখানায় কাজ নিচ্ছেন এর দায় দায়িত্ব কখনও নরেন্দ্র মোদি-অমিত শাহ এড়িয়ে যেতে পারেন না।’ এরপরই, বিস্ফোরণের কারণ হিসাবে গরমকে দায়ী করেন তৃণমূল সাংসদ এবং আশুতোষ কলেজের পদার্থবিদ্যার প্রাক্তন অধ্যাপক সৌগত রায়। এবার ব্যারাকপুর শ্যুটআউট কাণ্ডের পর সৌগত রায় বলেছেন, ‘এখানে কর্মসংস্থান কমলেই কিছু ছেলে বের হয়ে আসবে এবং তারা কিছু অপরাধের দিকে যাবে। এই সব শিল্প এলাকায় জুয়া-শাট্টা চলে, পুলিশের খুব কড়া নজরদারি রাখতে হয়। অন্য জায়গায় এত ক্রাইম হচ্ছে না। ব্যারাকপুর সবথেকে কনজাস্টেট শিল্পাঞ্চল।’

যা নিয়ে খোঁচা দিতে ছাড়ছে না বিরোধীরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন, ‘সৌগতবাবু তো ভুল কিছু বলছেন না। এটাই তো ঘটনা। দিদি বলে দিয়েছে, আমি চাকরি দিতে পারব না, কাজ দিতে পারব না, কাজ চেওনা, মেরে খাও। এটা তো অন্তত স্বীকার করল একজন এমপি সততার সঙ্গে যে বেকারত্বের জন্য় খুন খারাপি হিংসা লুঠ এই বাংলায় বাড়ছে।’

(Feed Source: abplive.com)