মমতার পথেই আরও সাত! ৮ মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই নীতি আয়োগের বৈঠক শুরু মোদির

মমতার পথেই আরও সাত! ৮ মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই নীতি আয়োগের বৈঠক শুরু মোদির

দিল্লি: প্রথম বয়কট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর একে একে সেই পথে হাঁটলেন অরবিন্দ কেজরীওয়াল, ভগবন্ত মান সহ অবিজেপি শাসিত রাজ্যের আরও সাতজন মুখ্যমন্ত্রী৷ যার ফলে মোট আটজন মুখ্যমন্ত্রীকে বাদ দিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দিল্লিতে শুরু হল নীতি আয়োগের বৈঠক৷

নীতি আয়োগের এই বৈঠকে তিনি যে অংশ নেবেন না, তা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এর পর একে একে বৈঠকে না যাওয়ার কথা জানিয়ে দেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন৷

এঁদের মধ্যে মমতা, নীতীশ, কেজরীওয়ালরা সরাসরি কেন্দ্রের নীতির বিরোধিতায় বৈঠক বয়কটের কথা জানিয়েছেন৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট অসুস্থতার কারণে বৈঠকে আসতে পারবেন বলে জানিয়েছেন৷ পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানও চিঠি লিখে কেন্দ্রকে জানিয়েছেন, মোদি সরকার পঞ্জাবের স্বার্থ না দেখার প্রতিবাদে বৈঠক বয়কট করছেন তিনি৷ অন্যদিকে এম কে স্ট্যালিন বিদেশ সফরে ব্যস্ত থাকায় বৈঠক এড়িয়েছেন৷ তবে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৈঠকে গরহাজির থাকার কারণ জানাননি৷ একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কও বৈঠকে অংশ নেননি।

তবে কংগ্রেস শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল বৈঠকে অংশ নিয়েছেন৷ বৈঠকে উপস্থিত হয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু৷

নীতি আয়োগের এই বৈঠকে স্বাস্থ্য, মহিলাদের ক্ষমতায়ণ, পরিকাঠামো উন্নয়ন সহ একাধিক বিষয়ে আলোচনার কথা রয়েছে৷ ২০৪৭-এর মধ্যে ভারতকে কীভাবে উন্নত রাষ্ট্রে পরিণত করা যায়, এই বৈঠকে তার রূপরেখা ঠিক করার কথা ছিল৷

(Feed Source: news18.com)