কালীঘাটে ১০ মাসের শিশু অপহরণের ঘটনায় গ্রেফতার ১

কালীঘাটে ১০ মাসের শিশু অপহরণের ঘটনায় গ্রেফতার ১

কলকাতা: কালীঘাটে একটি বিয়ে বাড়ি থেকে ১০ মাসের শিশুকে অপহরণের ঘটনায় গ্রেফতার করা হল একজনকে৷ মনোজ সাউ নামে ওই ধৃত ব্যক্তিকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ৷ আপাতত ৬ জুন পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন ওই ব্যক্তি৷ অভিযোগ, এই মনোজ অন্য কাউকে এই শিশু চুরির কাজে নিযুক্ত করেছিলেন৷ তিনিই চুরি করে হাওড়ার আন্দুলে শিশুটিকে পৌঁছে দিয়েছিলেন৷

কালীঘাটের বিয়ে বাড়িতে নিজের উদ্দেশ্য সাধন করতে চেয়েছিলেন মনোজ৷ সেই কারণেই তৃতীয় ব্যক্তিকে দিয়ে ওই ১০ মাসের শিশুটিকে চুরি করানোর সিদ্ধান্ত নেন তিনি৷ সেই তাকে দিয়েই চুরি করানো হয়৷ সেই ব্যক্তি শিশু চুরি করে আন্দুলে পৌঁছে দিয়েছিলেন৷ এই পুরো ঘটনা ধরা পড়ে সিসিটিভি ক্যামেরায়৷ সেটি পুলিশের হাতে পৌঁছয়৷ যে ব্যক্তিকে সিসিটিভিতে ওই শিশুটিকে নিয়ে যেতে দেখা গিয়েছিল, তাঁরও সন্ধান চালাচ্ছে পুলিশ৷ আপাতত ভারতীয় দণ্ডবিধি ৩৬৫ ধারায় অপহরণের মামলা রুজু করা হয়েছে৷

ঘটনার সূত্রপাত, গত রবিবার৷ সেদিন কালীঘাট থানা এলাকার ভারত সেবাশ্রম সংঘে এক বিয়ের অনুষ্ঠান থেকে এক দশ মাসের শিশু নিখোঁজ হয়ে যায়। এর পর পরিবারের পক্ষ থেকে কালীঘাট থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নামে লালবাজার। একাধিক জায়গার সিসিটিভির ফুটেজের সাহায্য নেওয়া হয়। দেখা যায় এক ব্যক্তি শিশুকে কোলে নিয়ে বিয়ে বাড়ি থেকে বেরিয়ে রিক্সাতে ওঠেন। তার পর রাসবিহারী মোড় থেকে হাওড়াগামী মিনিবাসে উঠে পড়েন৷ হাওড়া নেমে একটি এক্সপ্রেস বাসে চেপে বসেন শিশুকে কোলে নিয়ে৷

ধূলাগড়ে নেমে একটি টোটো নিয়ে আন্দুল যান। সেখানে পৌঁছে যায় কলকাতা পুলিশের টিম। তল্লাশি চালানো হয়। এরই মাঝে শিশুর বাবার কাছে ফোন আসে। জানানো হয় শিশু রয়েছে আন্দুলে৷

(Feed Source: news18.com)