বঙ্গতনয়ার সাফল্য ইউপিএসসি-তে, বাংলার  মুখ উজ্জ্বল করলেন অশোকনগরের দিয়া

বঙ্গতনয়ার সাফল্য ইউপিএসসি-তে, বাংলার  মুখ উজ্জ্বল করলেন অশোকনগরের দিয়া

রুদ্রনারায়ণ রায়, উত্তর ২৪ পরগনা: ইউপিএসসি-তে সফল বঙ্গতনয়া। দেশের মধ্যে  বাংলার  মুখ উজ্জ্বল করলেন অশোকনগরের দিয়া দত্ত। প্রকাশিত হয়েছে ইউপিএসসি ২০২২ পরীক্ষার ফল। সেই পরীক্ষা সফল হয়েছেন অশোকনগর কল্যাণগড় পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দিয়া দত্ত। ছোটবেলা থেকেই দিয়া মেধাবী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট। এলাকায় মেধাবী ছাত্রী বলে পরিচিত দিয়া। ইউপিএসসি পরীক্ষায় ৭৮২ র‍্যাঙ্ক করেছেন তিনি।

উত্তর ২৪ পরগনায় মাত্র দুজন সফল হয়েছেন এই পরীক্ষায়। তাঁদের মধ্যে দিয়া একজন। তবে, স্কুলের এই ফার্স্ট গার্ল নিজের নম্বর ও ব়্যাঙ্ক নিয়ে খুশি নন। তিনি আরও ভাল ফলের আশা করেছিলেন। দিয়ার বাবা সরকারি চাকরিজীবী। দিয়ার এই সাফল্য খুব খুশি তাঁর মা সংঙ্ঘমিত্রা দত্ত। জানালেন, ছোট থেকেই মেয়ে মেধাবী। স্কুলে প্রথম সারিতেই ছিল তাঁর স্থান। মাধ্যমিকে মেরিট লিস্টে নাম না থাকলেও এলাকার মধ্যে সর্বাধিক নম্বর ও উচ্চ মাধ্যমিকে জেলার সেরার তালিকায় ছিল দিয়া দত্তের নাম।

মেয়ের রেজাল্টে খুশি মা, বাবা সহ আত্মীয় পরিজন প্রতিবেশীরা সকলে। রেজাল্ট প্রকাশ্যে আসার পর দিয়ার বাড়িতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়। স্থানীয় বিধায়কের পক্ষ থেকেও শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে। পাশাপাশি একাধিক সংগঠনের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হচ্ছে তাকে। সিভিল সার্ভিসই ছিল দিয়ার ধ্যানজ্ঞান। পরিবারের সদস্যরা জানান, ইউপিএসসি-এর প্রস্তুতির জন্য রীতিমতো ঘর বন্ধ করে পড়াশোনা করেছেন তিনি। ভবিষ্যতে মেয়েদের উন্নয়নের জন্য কাজ করতে চান দিয়া।  এছাড়াও একাধিক পরিকল্পনা রয়েছে তার।

(Feed Source: news18.com)