‘মন কি বাত’-এর ১০১তম পর্বের দিনই প্রকাশ্যে এল তৃণমূলের ‘নবজোয়ার রেডিও’ কর্মসূচি

‘মন কি বাত’-এর ১০১তম পর্বের দিনই প্রকাশ্যে এল তৃণমূলের ‘নবজোয়ার রেডিও’ কর্মসূচি

আজ রবিবার সম্প্রচারিত হয়েছে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’-এর ১০১তম পর্ব। এই দিনই দলের কথা, সরকারি বিভিন্ন প্রকল্পের কথা, নেতাদের কথা, গ্রাম বাংলার কথা মানুষের কাছে পৌঁছে দিতে ‘নবজোয়ার রেডিও’ কর্মসূচির সূচনা করল তৃণমূল। পডকাস্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়া দিয়ে গ্রামের মানুষের কাছে দলের কথা তুলে ধরবে তৃণমূল।

রাজ্যের সব রাজনৈতিক দলগুলি সমাজমাধ্যমের ব্যবহারে দড় হয়ে উঠলেও পডকাস্টের ব্যবহার সে ভাবে কেউ করেনি। সে ক্ষেত্রে বলা যায়, দলের কথা মূলত গ্রামীণ মানুষের কাছে পৌঁছে দিতে সংগঠিত ভাবে পডকাস্টের ব্যবহার প্রথম শুরু করল তৃণমূল।

দলীয় সূত্রে খবর, নবজোয়ার যাত্রার ফেসবুক পেজ ও তৃণমূলের ফেসবুক পেজে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বক্তব্য রাখছেন তা শোনা যাবে। পাশাপাশি দলের সাংসদ, বিধায়করা সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সামাজিক কর্মসূচি নিয়ে বক্তব্য রাখবেন। কী ভাবে সেই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, নিয়ে বিস্তারিত বলবেন তাঁরা। এছাড়া আলোর আড়ালে থাকা গ্রাম বাংলার প্রতিভাও এই পডকাস্টের মাধ্যমে তুলে ধরা হবে। তাঁদের গান বা অন্য কোনও শিল্পকর্মের কথা এই পডকাস্টের মাধ্যমে তুলে ধরা হবে। দলের কথায় জনসংযোগও আরও নিবিড় করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এমন একটি দিনে এই কর্মসূচির ঘোষণা করা হল যে দিন প্রধানমন্ত্রী ‘মন কি বাত’ ১০১ তম পর্বে পৌঁছেছে। প্রধানমন্ত্রী আজ অনুষ্ঠানের সূচনায় বলেছেন, ‘আজকের পর্ব মন কি বাত অনুষ্ঠানের দ্বিতীয় সেঞ্চুরির সূচনা।’ রেডিও টিভির পাশাপাশি ইউটিউব ও অন্য সোশ্যাল মিডিয়ায় শোনা যায় এই অনুষ্ঠান। তাকেই কি চ্যালেঞ্জ ছুড়তে এই পডকাস্টের পরিকল্পনা? তবে পঞ্চায়েত ও লোকসভা ভোটের আগে তৃণমূলের এই কর্মসূচি জনসংযোগে বড় হাতিয়ার হবে তা বলাই বাহুল্য।

(Feed Source: hindustantimes.com)