রুক্ষ রাস্তায় ‘নাগিন ডান্স’! সব কাজ ফেলে আধ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে দেখল মানুষ

রুক্ষ রাস্তায় ‘নাগিন ডান্স’! সব কাজ ফেলে আধ ঘণ্টা ঠায় দাঁড়িয়ে দেখল মানুষ

রাজস্থান: প্রকৃতি সব সময়ই সুন্দর। অপূর্ব তার সৃষ্টি। অনন্য তার যাবতীয় প্রকরণ। প্রকৃতির এমন এক অপরূপ দৃশ্যের সাক্ষী রইলেন রাজস্থানের ভিলওয়াড়া জেলার বাসিন্দারা। অবশ্য ইন্টারনেটের দৌলতে সেই অপূর্ব দৃশ্যের সাক্ষী হতে পেরেছে গোটা দুনিয়াই। দু’টি সাপের নাচ দেখে মুগ্ধ মানুষ।

ভারতীয় লোক বিশ্বাসে সাপের একটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। নানা ধরনের কল্পকাহিনিতে সাপের নানা কার্যকলাপকে রোমান্টিক ভাবে উপস্থাপন করা হয়। কোথাও সাপ শুভ, তো কোথাও সে ক্ষতিকারক। যাই হোক, টিভি সিরিয়ালে বা সিনেমায় দু’টি সাপের লড়াই বহুবার দেখেছেন মানুষ। এবার তেমনই দৃশ্য দেখা গেল একেবারে বাস্তবে।

রাজস্থানের ভিলওয়ারা জেলার কোটরির ভগবানপুরা রোডের উপর দু’টি সাপকে দেখা গিয়েছে। দু’টি সাপের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গিয়েছে, ভগবানপুরা রোডের উপর দেবনারায়ণ মন্দিরের সামনে একটি রুক্ষ রাস্তায় পরস্পর মিলিত হয়েছিল ওই সাপ দু’টি।

আশেপাশের বাসিন্দারা, এমনকী পথচলতি মানুষও দাঁড়িয়ে পড়েন নাগ-নাগিনীর নাচের অপরূপ দৃশ্য দেখতে। প্রায় ৩০ মিনিট ধরে চলে এই ‘সাপের খেলা’। আশাপাশের মানুষজন ধৈর্য ধরে মোবাইল বন্দিও করেন সেই সুন্দর দৃশ্য। তারপরই তা ছড়িয়ে পড়ে ইন্টারনেটে।

আসলে গ্রীষ্মকাল বা মে-জুন মাস সর্প প্রজাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। এই সময়ই তারা মিলিত হয় প্রজননের জন্য। তাই এমন দৃশ্য দেখা গিয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ঘটনাস্থলে উপস্থিত দেবকরণ সাইনি জানান, ভগবানপুরা রোডে অবস্থিত দেবনারায়ণ ভগবান মন্দির মার্গে অবস্থিত রুক্ষ পথে একে অপরকে জড়িয়ে ধরে নাগ-নাগিনী জুটি। আধঘণ্টা ধরে তাদের খেলা দেখতে ভিড় জমান সকলেই।

বন দফতরের আধিকারিক জানিয়েছেন, এই সাপ দু’টি ছিল ঢোঁড়া বা নির্বিষ প্রকৃতির। এই ধরনে সাপের বিষ না থাকলেও এদের দৈর্ঘ্য ৮ থেকে ১০ ফুট পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি এদের গতিও খুব বেশি হয়। তবে এরা ফণা ধরতে পারে না। তাই এদের সনাক্ত করতে খুব একটা সমস্যা হয় না। যদিও ইঁদুর এই সাপের প্রধান খাদ্য, তাই তাদের মাঠে বা বাড়ির আশেপাশে দেখা যায়।

সাধারণত, এপ্রিল-মে-জুন মাসে গ্রীষ্মকালই সাপের মিলনের সময়। ভিলওয়ারার ডেপুটি বন সংরক্ষকের মতে, শহরের কোলাহল থেকে দূরে নির্জন জায়গায় সাপ দেখা যায়। এই দৃশ্য জনবহুল এলাকায় সহজে দেখা যায় না।

(Feed Source: news18.com)