Viral Video: মাঠে গোপনে এ কী দেখা গেল…! ‘যুগল’-এর সেই ভিডিও এখন ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে, দেখে অবাক হবেন
Viral Video: কোরবার চুইয়া পঞ্চায়েতের ভাতগাঁওয়ে এই ঘটনাটি প্রকাশ্যে এসেছে। মাঠের কাছে দুটি বিশাল সাপকে একে অপরের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় দেখা গিয়েছে। প্রতীকী ছবি প্রজনন প্রকৃতির নির্দিষ্ট নিয়ম। জীবকুল এই নিয়মের নিগড়ে বাঁধা, তা ছাড়া বংশবিস্তারের অন্য কোনও উপায় নেই। খুব স্বাভাবিক ভাবেই তাই আদিম রিপুর টানে প্রাণিকুল রতিক্রীড়ায় মগ্ন হয়ে ওঠে। লোকালয়ের কাছে যে সব প্রাণীরা থাকে, তাদের মৈথুন দৃশ্য কৌতূহলের উদ্রেক করে। বিশেষ করে সেই প্রাণী যদি সাপ হয়, তাহলে তাদের সঙ্গমের দৃশ্য মানুষের পক্ষে সৌভাগ্যদায়ক…




