Chandrayaan-3 Launch: অবশেষে আগামী ৩ জুলাইয়েই চন্দ্রায়ণ-৩ ছুটবে চাঁদের দিকে…

Chandrayaan-3 Launch: অবশেষে আগামী ৩ জুলাইয়েই চন্দ্রায়ণ-৩ ছুটবে চাঁদের দিকে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফে জানানো হয়েছে আগামী জুলাই মাসেই চন্দ্রায়ণ-৩ উৎক্ষেপণ করা হবে। ইসরো চিফ এস সোমনাথ এক বিবৃতি দিয়ে এই খবর জানিয়েছেন। এর আগে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সেকেন্ড জেনারেশন নেভিগেশন স্যাটেলাইট এনএসভি-০১-র সফল উৎক্ষেপণের পরে চন্দ্রায়ণ-৩-এর পরিকল্পনা আরও জোরদার হয়।

জানা গিয়েছে, আগামী জুলাই মাসের ৩ তারিখেই চন্দ্রায়ণ-৩ উৎক্ষেপণ করা হবে। এর আগে চন্দ্রায়ণ-২-এর উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রায়ণ-৩ প্রকল্প এরই ফলো-আপ মিশন। তবে চাঁদের মাটিতে গিয়ে আছড়ে পড়ায় সফল হয়নি চন্দ্রায়ণ-২ মিশন। এলভিএমথ্রি’র সাহায্যে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকেই চন্দ্রায়ণ-৩ উৎক্ষেপণ করা হবে।

যেহেতু এর পূর্ববর্তী প্রকল্পটি বিফল হয়েছে তাই এই চন্দ্রায়ণ-৩ মিশনটি সফল করার ক্ষেত্রে বিজ্ঞানীদের প্রভূত চ্যালেঞ্জ।

প্রথমত, যথাযথ লক্ষ্যে উৎক্ষেপণ করাটা এর লক্ষ্য, দ্বিতীয়ত, দেখা হচ্ছে, চাঁদের মাটিতে যাতে এর সফট ল্যান্ডিং হয়। চ্যালেঞ্জ আছে আরও– চাঁদের ধুলো, এবং তাপমাত্রার ওঠা-নামা। এবং চাঁদের মাটিতে সফল ভাবে নেমে পড়লেই যে হয়ে গেল, তা নয়। সেখানে এবার সফল ভাবে পরবর্তী পরীক্ষাগুলি সারতে হবে। ফলে পুরো বিষয়টি খুবই জটিল ও ব্যাপক।

(Feed Source: zeenews.com)