পুলিশ আধিকারিকের মেয়ে UPSC-তে চতুর্থ, নতুন স্বপ্ন উড়ানের গল্প লিখছেন স্মৃতি

পুলিশ আধিকারিকের মেয়ে UPSC-তে চতুর্থ, নতুন স্বপ্ন উড়ানের গল্প লিখছেন স্মৃতি

গত সপ্তাহে সিভিল সার্ভিস পরীক্ষার ফল ঘোষণা করেছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। সর্বভারতীয় এই পরীক্ষায় টপার হয়েছেন ঈশিতা কিশোর। UPSC 2022-এর সিভিল সার্ভেন্ট সার্ভিসে শীর্ষ চারটি পদে মেয়েরা স্থান পেয়েছে। ঈশিতা কিশোর ছাড়াও গরিমা লোহিয়া দ্বিতীয়, উমা হার্থি এন তৃতীয় এবং স্মৃতি মিশ্র রয়েছেন চতুর্থ স্থানে।

উত্তরপ্রদেশের বরেলি শহরের সেকেন্ড সার্কেলে পোস্টেড সিও রাজকুমার মিশ্রের মেয়ে স্মৃতি মিশ্র, UPSC-তে সেরা দশে স্থান পেয়েছেন। চতুর্থ স্থান পেয়েছেন তিনি। দিল্লিতে থেকেই পরীক্ষার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। এই শহরে থেকেই আইন নিয়ে পড়াশোনা করছেন স্মৃতি। দিল্লির মিরান্ডা কলেজ থেকে স্নাতক শেষ করছেন।

UPSC-তে চতুর্থ স্থান অধিকারকারিনী স্মৃতি মিশ্র জানান, একেবারে প্রথমেই সাফল্য পাননি তিনি। বরং এবার নিয়ে তিনবার পরীক্ষায় বসেছেন তিনি। তৃতীয় বার এসেছে সাফল্য। এর আগে যে দু’বার পরীক্ষা দিয়েছিলেন তাতে ইন্টারভিউ পর্যন্ত পৌঁছতেই পারেননি। তিনি বলেন, ‘এবার মেন-এর প্রস্তুতি নিয়েছিলাম খুব জোরদার। ইন্টারভিউ-ও খুব ভাল হয়েছিল।

রাজকুমার মিশ্র মূলত প্রয়াগরাজের বাসিন্দা। স্মৃতি বর্তমানে দিল্লি থেকে আইন নিয়ে পড়াশোনা করছেন। মেয়ে সারা দেশে চতুর্থ হয়েছেন শুনে নিজেকে ধরে রাখতে পারেননি।

স্মৃতি প্রতিদিন ৮ ঘন্টা পড়াশোনা করতেন। ছোটবেলা থেকেই IAS হওয়ার স্বপ্ন ছিল স্মৃতির। দশম শ্রেণিতে পড়ার সময় থেকেই তিনি সিদ্ধান্তে অটল ছিলেন যে তিনি আগামী দিনে IAS হতে চান। সেই লক্ষ্যে নিয়মিত পড়াশোনা চালিয়ে গিয়েছেন। নিজের পড়া নিজে পড়ে নোট তৈরি করে রাখতেন।

পুলিশ কর্মকর্তারাও রাজকুমার মিশ্রকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন তাঁর মেয়ের সাফল্যের জন্য। আগামী দিনে স্মৃতি মাথা উঁচু করে দাঁড়াবেন যাঁদের সামনে।

নিজের সিদ্ধান্তে অটল থাকলে আর প্রয়োজনীয় প্রস্তুতি নিলে যে কোনও লক্ষ্যই পূরণ হতে পারে, স্মৃতি তার জ্বলন্ত দৃষ্টান্ত। তাই মনের মধ্যে লালন করা স্বপ্নগুলোকে প্রচেষ্টার সার দিয়ে বড় করে তুলতে হবে।

(Feed Source: news18.com)