দাম বাড়ছে মেট্রোর স্মার্ট কার্ডের, দিতে হবে ১৫০ টাকা, বাড়তি সুবিধাও থাকছে

দাম বাড়ছে মেট্রোর স্মার্ট কার্ডের, দিতে হবে ১৫০ টাকা, বাড়তি সুবিধাও থাকছে

মেট্রোর নিত্যযাত্রীরা প্রায় প্রত্যেকেই স্মার্ট কার্ড ব্যবহার করেন। এতে রোজ লাইনে দাঁড়ানোর ঝক্কি নেই। তবে এবার মেট্রোর স্মার্ট কার্ডের দাম এক ধাক্কায় কিছুটা বেড়ে যাচ্ছে। আগামী ১ জুন থেকে মেট্রোর স্মার্ট কার্ডের এই নয়া দাম কার্যকরী হবে।

সূত্রের খবর, এতদিন পর্যন্ত মেট্রোর স্মার্ট কার্ডের দাম ছিল ১২০টাকা। এবার সেই মেট্রো কার্ডের জন্য় খরচ হবে ১৫০ টাকা। ইতিমধ্যেই যাত্রীদের মেট্রোর বিভিন্ন কাউন্টারের বাইরে যে ডিসপ্লে বোর্ড রয়েছে সেখানে এই দাম বৃদ্ধির বিষয়টি উল্লেখ করা হচ্ছে। তবে মেট্রো কর্তৃপক্ষের দাবি, দাম বাড়লেও আখেরে কিছুটা সুবিধা হবে যাত্রীদের।

অর্থাৎ এবার মেট্রোর স্মার্ট কার্ড কেনার জন্য যাত্রীকে অতিরিক্ত ৩০ টাকা খরচ করতে হবে। কিন্তু কেন আচমকা দাম বৃদ্ধি করা হচ্ছে? মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, এর মাধ্যমে খুচরো দেওয়ার ক্ষেত্রে সমস্যাটা কিছুটা মিটবে। অর্থাৎ ১২০টাকা কার্ডের দাম থাকলে যাত্রীদের খুচরো ফেরৎ দিতে হত। সেক্ষেত্রে সমস্যা হত।

এদিকে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১ জুন থেকে মেট্রোর কাউন্টার থেকে নতুন দামে কার্ড ইস্যু করা হবে। তবে এর সঙ্গেই মেট্রো সূত্রে খবর, স্মার্ট কার্ডের দাম কিছুটা বাড়লেও আখেরে এতে যাত্রীদের বাড়তি লাভ হবে। এবার দেখে নেওয়া যাক দাম বৃদ্ধির পরেও যাত্রীদের ঠিক কী সুবিধা হবে?

বর্তমানে ১৫০ টাকা দিয়ে স্মার্ট কার্ড কিনতে হবে যাত্রীদের । এই কার্ডের মধ্যে ৮০ টাকা ডিপোজিট মানি হিসাবে থাকবে। তবে বর্তমানেও ৮০ টাকা ডিপোজিট মানি হিসাবে থাকে। এদিকে বর্তমানে ১২০ টাকার যে কার্ড প্রচলিত রয়েছে তার মধ্যে ৪৪ টাকা পান যাত্রীরা। অর্থাৎ এই ৪৪ টাকা দিয়ে কোনও যাত্রী যাতায়াত করতে পারেন। তবে ১লা জুন থেকে ১৫০ টাকার কার্ডে যাত্রীদের ৩০ টাকার অতিরিক্ত মূল্য দিতে হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যাত্রীরা ৭৭ টাকা পাবেন। অর্থাৎ সামান্য কিছু টাকার বেশি ব্যবহার মূল্য পাবেন যাত্রীরা। লাভের বলতে এটাই।

(Feed Source: hindustantimes.com)