‘একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ’ অভিষেকের নিরাপত্তার নিয়ে প্রশ্ন শুভেন্দুর

‘একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ’ অভিষেকের নিরাপত্তার নিয়ে প্রশ্ন শুভেন্দুর

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তার বহর নিয়ে ফের প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পাশাপাশি বাংলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। চরম ঘটনা ঘটারও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

অভিষেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন শুভেন্দুর: এদিন ট্যুইটে বিরোধী দলনেতা লেখেন,’প্রধানমন্ত্রীর নিরাপত্তা দেয় স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি। এটাকেই দেশের সর্বোচ্চ নিরাপত্তা ভেবে থাকলে ভুল ভাবছেন। ভাইপো প্রোটেকশন গ্রুপের দিকে তাকান। মুখ্যমন্ত্রীর ভাইপোর নিরাপত্তায় একদিনে ২ হাজার ২৪৫ জন পুলিশ কর্মী মোতায়েন। সারা বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে তুলনা করা যেতে পারে। বাংলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির লাগাতার অবনতি হচ্ছে। গতমাসেই বিস্ফোরণে মহিলা-শিশু সহ বহু প্রাণহানি হয়েছে। রাজনৈতিক খুন সহ অসংখ্য হত্যাকাণ্ড ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। দক্ষিণবঙ্গের থানাগুলি প্রায় খালি, একজনের রাজনৈতিক সফরের রাস্তা পাহারা দিচ্ছে পুলিশ। স্বরাষ্ট্র দফতর সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নয়। তাদের অগ্রাধিকার শুধুমাত্র একজনের নিরাপত্তা। শেষপর্যন্ত বাংলার মানুষ নিরাপত্তাহীন, চরম কিছু ঘটার অপেক্ষা করছেন।’

তৃণমূলের ‘নবজোয়ার’ যাত্রায় পুলিশি নিরাপত্তার বহর নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা। অভিষেকের সভা সামলাতেই এত পুলিশ মোতায়েন থাকলে সাধারণ মানুষের নিরাপত্তা এবং রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যাবে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। এই মর্মে ডিজিকে চিঠিও দিয়েছেন তিনি। চিঠির উত্তর না পেলে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। গত সপ্তাহে এই প্রেক্ষিতে হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। তৃণমূলের কর্মসূচিতে ‘পুলিশের অপব্যবহারের’ অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী। আর এদিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তার বহর নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা।

(Feed Source: abplive.com)