Ajinkya Rahane, WTC Final 2023: বিরাট-রোহিত নন, প্যাট কামিন্সদের বিরুদ্ধে গাভাসকরের বাজি কে? জেনে নিন তারকার নাম

Ajinkya Rahane, WTC Final 2023: বিরাট-রোহিত নন, প্যাট কামিন্সদের বিরুদ্ধে গাভাসকরের বাজি কে? জেনে নিন তারকার নাম

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  এবারের আইপিএল (IPL 2023) শেষ। এবার ক্রিকেট দুনিয়ার চোখ ওভালের (The Oval) দিকে। আগামী ৭ জুন থেকে শুরু হবে বিশ্ব টেস্ট ফাইনাল (World Test Championship Final 2023)। টিম ইন্ডিয়া (Team India) ও অস্ট্রেলিয়া (Australia), দুই দলই ইতমধ্যে সাহেবদের দেশে ঘাঁটি গেড়েছে। এমন প্রেক্ষাপটে কাপ যুদ্ধের ফাইনালে (WTC Final 2023) নিজের বাজিকে সবার সামনে তুলে ধরলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। সানির ফেভারিটের তালিকায় অবশ্য বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) নাম নেই। ভারতের প্রাক্তন অধিনায়ক মনে করেন প্যাট কামিন্স (Pat Cummins), জশ হ্যাজেলউড (Josh Hazelwood), ন্যাথান লিওদের (Nathan Lyon)বিরুদ্ধে নিজকে মেলে ধরতে পারেন অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। টেস্ট ক্রিকেটে পারফরম্যান্স করে আলাদা পরিচিত পেলেও, সদ্য সমাপ্ত আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) জার্সি গায়ে দুরন্ত ব্যাটিং করেছেন এই মুম্বইকর। আর তাই রাহানের উপর বাজি ধরলেন সানি।

রাহানের প্রশংসা করে সিনিয়র গাভাসকর বলেন, “রাহানের কিন্তু ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা আছে। এমনকি ইংল্যান্ডের স্যাতস্যাতে আবহাওয়াতে ও আগেও রান করেছি। ভারতীয় দলকে এই ম্যাচটা জিতে ট্রফি হাতে তুলতে হলে রাহানের রান করা খুবই গুরুত্বপূর্ণ। পাঁচ নম্বরে এখনও রাহানে অপ্রতিরোধ্য। তাছাড়া ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। তাই আমার মনে হয় এটা রাহানের কাছে অনেক বড় সুযোগ। আশাকরি রাহানে এই সুযোগের পুরো সদ্ব্যবহার করবে।”

কলকাতা নাইট রাইডার্স রাহানে-কে রিলিজ করে দেওয়ার পর, তাঁকে নিলাম টেবল থেকে কিনে নিয়েছিল মহেন্দ্র সিং ধোনির সিএসকে। তার আর তাঁকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ১৪ ম্যাচে ৩২৬ রান করেছিলেন রাহানে। গড় ৩২.৬০। স্ট্রাইক রেট ১৭২.৪৮। সঙ্গে রয়েছে দুটি অর্ধ শতরান।

তবে এবারের আইপিএল-এ সাফল্য পেলেও, গত এক বছর তাঁর টেস্ট কেরিয়ারে একেবারেই সাফল্য ছিল না। গত দক্ষিণ আফ্রিকা সফরে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি রাহানে। যদিও এতে ভেঙে পড়েননি তিনি। বরং ঘরোয়া ক্রিকেট খেলে ফের জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। আর তাই রাহানের উপর বাজি ধরলেন গাভাসকর।

২০১৩ থেকে ২০২২ পর্যন্ত ৮২টি টেস্টে ৪৯৩১ রান করেছেন রাহানে। গড় ৩৮.৫২। স্ট্রাইক রেট ৪৯.৪৪। সঙ্গে রয়েছে  ১২টি শতরান ও ২৫টি অর্ধ শতরান। অন্যদিকে ইংল্যান্ডের মাটিতেও সফল টিম ইন্ডিয়ার এই তারকা। ১৫টি টেস্টের ২৯টি ইনিংসে তাঁর রান ৭২৯। গড় ২৬.০৩। স্ট্রাইক রেট ৪৩.০৩। ১টি শতরানের সঙ্গে পাঁচটি শতরান করেছেন রাহানে। এরমধ্যে ২০১৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ১০৩ রান করেছিলেন তিনি। আর তাই সানি মনে করেন এহেন রাহানে ফের একবার সাহেবদের দেশে নিজের নামের প্রতি সুবিচার করবেন।

(Feed Source: zeenews.com)