কাল থেকে ১৪টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন ! সিনিয়র অধ্যাপকদের ডাকলেন রাজ্যপাল

কাল থেকে ১৪টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন !  সিনিয়র অধ্যাপকদের ডাকলেন রাজ্যপাল

কলকাতা: আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার থেকেই রাজ্যের ১৪টি বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে পড়ছে। গত এক মাস ধরেই কলকাতা বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যহীন হয়ে রয়েছে। আজ, বুধবার রাজ্যের ৬টি বিশ্ববিদ্যালয় উপাচার্যের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। গত ২৮ মে ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ শেষ হয়ে গিয়েছে।

যদিও রাজ্যের তরফে সাময়িক দায়িত্ব দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মারফত নাম পাঠানো হয়েছে রাজ্যপালের কাছে বলেই সূত্রের খবর। রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের কাছে উপাচার্য হিসেবে নাম পাঠানো হলেও সেই নামে এখনও পর্যন্ত কোনও সবুজ সঙ্কেত দেননি রাজ্যপাল সিভি আনন্দ বোস বলে সূত্রের খবর। যদিও বুধবার কয়েকটি বিশ্ববিদ্যালয় সিনিয়র প্রফেসরদের ডাকা নিয়ে নয়া জল্পনা শুরু হয়েছে। রাজভবন সূত্রে খবর এদিন বর্ধমান, বাঁকুড়া, কল্যাণী-সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় সিনিয়র প্রফেসরদের ডাকা হয়েছিল রাজভবনে।

মূলত যে বিশ্ববিদ্যালয়গুলির সিনিয়র প্রফেসরদের রাজভবনে ডাকা হয়েছিল তার মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। যদিও কী কারণে ডাকা হয়েছে, সে সম্পর্কে অবশ্য উচ্চ শিক্ষা দফতরের তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। রাজ্যের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগের জন্য যে নাম পাঠানো হয়েছিল  তা নিয়েও কোনও সবুজ সঙ্কেত রাজভবনের তরফে আসেনি বলে উচ্চশিক্ষা দফতরের দাবি। প্রশাসনিক মহলের আশঙ্কা এবার উপাচার্য নিয়োগ নিয়েও রাজ্য – রাজ্যপাল সংঘাত আরও বাড়তে পারে। সম্প্রতি উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিলেন শিক্ষামন্ত্রী। উচ্চশিক্ষা দফতরকে না জানিয়ে উপাচার্য নিয়োগ করে দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ করেছিলেন ব্রাত্য বসু। এবারও কি সেই পথেই হাঁটতে চলেছেন রাজ্যপাল?

অন্তত তেমনটাই আশঙ্কা করছে উচ্চশিক্ষা দফতরের আধিকারিকরা। ইতিমধ্যেই উপাচার্য নিয়োগের আইনের সংশোধন করে ৩ সদস্যের বদলে ৫ সদস্যের সার্চ কমিটি গঠন করার জন্য অর্ডিন্যান্সে সম্মতি দিয়েছেন রাজ্যপাল। সার্চ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করার জন্য ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে রাজ্য। তবে সেই প্রক্রিয়াতে খানিকটা সময় লাগবে বলেই মনে করছেন দফতরের আধিকারিকরা। এই পরিস্থিতিতে অস্থায়ী উপাচার্য নিয়োগের জন্য বা কোন কোন উপাচার্যের মেয়াদ বাড়ানোর জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মারফত ফাইল রাজভবনে পাঠানো হলেও তাতে কোনও সবুজ সঙ্কেত আসেনি বলেই দাবি উচ্চশিক্ষা দফতরের আধিকারিকদের। যদিও এদিন রাজ্যের এক বিশ্ববিদ্যালয় সিনিয়র প্রফেসরকে ডাকা হলেও তিনি অবশ্য কোনও মন্তব্য করতে চাননি। ফলত জল্পনা শুরু হয়েছে রাজ্য নির্বাচন কমিশনার নিয়োগের পর এবার কি উপাচার্য নিয়োগ নিয়ম নয়া সমীকরণ তৈরি হতে চলেছে? বুধবার কয়েকটি বিশ্ববিদ্যালয় সিনিয়র অধ্যাপকদের ডাকা নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি শিক্ষামন্ত্রী। তবে উচ্চ শিক্ষা দফতর সূত্রে খবর, গোটা বিষয়টির ওপরেই তারা নজর রেখে চলেছেন।

(Feed Source: news18.com)