যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ শেষ, এবার নয়া দায়িত্বে

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ শেষ, এবার নয়া দায়িত্বে

বুধবারই যাদবপুরের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ শেষ হয়ে গেল। গত তিন মাস ধরে তিনি ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন।তবে এবার তাঁর মেয়াদ পুরোপুরি ফুরিয়ে গেল। আর তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নন। তবে তিনি অবশ্য বৃহস্পতিবার থেকে অন্য দায়িত্বে আসছেন। সূত্রের খবর, তিনি কাল থেকেই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিচ্ছেন।

এদিকে ২০২১ সালের জুন মাসে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের মেয়াদ বৃদ্ধি করেছিল সরকার। ২ বছরের জন্য় মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। এদিকে এই মেয়াদ বৃদ্ধি নিয়েও সেই সময় রাজ্য ও রাজ্যপালের মধ্যে সংঘাতের বাতাবরণ তৈরি হয়েছিল।

তবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন নানা কারণে বার বারই খবরের শিরোনামে এসেছিলেন সুরঞ্জন দাস। বিগতদিনে বিশ্ববিদ্যালয় চত্বরে তৎকালীন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় এসেছিলেন। সেখানে তাঁকে ঘেরাও করা হয়েছিল। এরপর রাজ্যপাল সেখানে চলে যান। এনিয়ে তুমুল বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল। তার পর রাজ্যপাল উপাচার্যকে ডেকে পাঠান। কিন্তু সুরঞ্জন যাননি বলে খবর।

এদিকে ২০২১ সালে রাজ্যপালের দফতর থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও সবুজ সংকেত না আসায় রাজ্য নিজের দায়িত্বেই তাঁর মেয়াদ বৃদ্ধি করেছিল।

এদিকে ২০১৫ সাল থেকে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষা সংক্রান্ত নানা ক্ষেত্রে তাঁর মতামত নিয়ে নানা আলোচনা অতীতে হয়েছে। ২০১৯ সালের জুন মাসেও একবার দুবছরের জন্য তাঁর মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। তবে এবার আর মেয়াদ বৃদ্ধি নয়। মেয়াদ শেষ হল যাদবপুরের উপাচার্যের।

(Feed Source: hindustantimes.com)