কলকাতা: কেন্দ্রের পাশাপাশি রাজ্য সরকারের তরফেও বেকার যুবক যুবতীদের জন্য রয়েছে একাধিক প্রকল্প। যাতে চাকরি না পেলেও এই সকল প্রকল্পের টাকায় সাধারণ যুবক যুবতীর মুখে হাসি ফোটাতে উদ্যোগী পশ্চিমবঙ্গ সরকার। কীভাবে তা জানতে অবশ্যই পড়ুন এই প্রতিবেদনটি।
উল্লেখ্য, রাজ্যের কর্মহীন তরুণ-তরুণীদের সরকারের তরফে বিশেষ সহায়তামূলক প্রকল্পের আওতায় আনা হচ্ছে। ‘যুবশ্রী’ প্রকল্পের আওতায় রাজ্যের বেকার তরুণ-তরুণীদের আর্থিক সহায়তা দিচ্ছে রাজ্য। যতদিন পর্যন্ত বেকাররা রোজগারের পথ খুঁজে না পাচ্ছেন ততদিন তাঁদের রাজ্যের তরফে মাসে দেড় হাজার টাকা করে ভাতা দেওয়া হবে। প্রতি মাসে ওই টাকা নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার। আপনি যদি বেকার হন, আর এই ‘যুবশ্রী’ প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে মাস গেলে আপনিও পেয়ে যেতে পারেন ১৫০০ টাকা।
‘যুবশ্রী’ প্রকল্পে আবেদনের যোগ্যতা:
এই প্রকল্পে আবেন করতে হলে প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দারা আবেদনের যোগ্য। তবে এক্ষেত্রে রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে তাঁদের নাম অবশ্যই নথিভুক্ত থাকতে হবে। আবেদনকারীকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এই প্রকল্পের সুবিধা পরিবারের একাধিক ব্যক্তি পাবেন না। প্রতিটি পরিবারের একজন সদস্যই এই সুবিধা পাবেন।
১) একটি পরিবারের মাত্র একজন সদস্য এই প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা পাবেন।
২) ১৮-৪৫ বছর বয়সের মধ্যে আবেদনকারী যুবশ্রী প্রকল্পের জন্য যোগ্য হবেন।
৩) আবেদনকারীকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।
৪) আবেদনকারীকে বেকার হতে হবে এবং চাকরিপ্রার্থী হিসাবে তালিকাভুক্ত হতে হবে।
৫) আবেদনকারীকে ৮ম শ্রেণি ও তার বেশি পাস হতে হবে।
এছাড়া যেসব প্রয়োজনীয় কাগজপত্র লাগবে সেগুলি হল, উচ্চ মাধ্যমিক মার্কশিটের কপি, অন্যান্য শিক্ষাগত সার্টিফিকেট, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ। এছাড়া কীভাবে এই যুবশ্রী প্রকল্পে আবেদন করতে হবে সে সম্পর্কে জানেন? না জানা থাকলে দ্রুত এই প্রতিবেদনের মাধ্যমে জেনে নিন।
কী ভাবে আবেদন করবেন?
ধাপ ১: যুবশ্রী প্রকল্পে আবেদনের জন্য প্রথমেই আবেদনকারীকে https://employmentbankwb.gov.in/ -এই লিঙ্কে ক্লিক করতে হবে।
ধাপ ২: “নিউ এনরোলমেন্ট জব সিকার” বোতামে ক্লিক করুন এবং তারপরে নিবন্ধনের শর্তাবলী প্রদর্শিত হবে।
ধাপ ৩: “গ্রহণ করুন এবং চালিয়ে যান” অপশনে ক্লিক করুন।
ধাপ ৪: এরপর পরবর্তী স্ক্রিনে আবেদন ফর্ম খুলবে।
ধাপ ৫: প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করুন এবং আপনার ডেটা সংরক্ষণ করতে “সংরক্ষণ করুন” বোতামে ক্লিক করুন।
ধাপ ৬: আবেদনকারী আপনার সফল নিবন্ধন নিশ্চিত করার জন্য স্বীকৃতি হিসাবে একটি নিবন্ধন নম্বর পাবেন।এই প্রকল্পে বেকার তরুণ-তরুণীদের মাসে ১৫০০ টাকা করে অনুদান দেবে রাজ্য সরকার। এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত তথ্য জদানতে ও আবেদন জানাতে দেখুন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটটি হল- employmentbankwb.gov.in