মোবাইলে স্ক্রিন গার্ড লাগিয়েছেন? কাজটা আদৌ ঠিক হল কিনা জেনে নিন

মোবাইলে স্ক্রিন গার্ড লাগিয়েছেন? কাজটা আদৌ ঠিক হল কিনা জেনে নিন

কলকাতা: বেশিরভাগ স্মার্টফোনই খুব দামি। তাই একবার কিনলে সেটিকে নিরাপদে রাখার একটা দায়ও থেকে যায়। বিশেষত স্মার্টফোনের স্ক্রিন খুবই সংবেদনশীল হয়ে থাকে। তাই সেটিকে রক্ষা করতে অনেকেই ফোনে একটি স্ক্রিন গার্ড লাগিয়ে রাখেন। কিন্তু, আধুনিক স্মার্টফোনে কি সত্যিই বাইরে থেকে স্ক্রিনগার্ড লাগানোর প্রয়োজন আছে!

জেনে নেওয়া যাক বিস্তারিত—

যেকোনও স্মার্টফোনের স্ক্রিন বদলানো বেশ ব্যয়বহুল। তাছা়ড়া, স্মার্টফোনটি পরিষেবা কেন্দ্রে মেরামতের জন্য রেখে আসা যেমন নিরাপদ নয়, তেমনই ফোনটি ছেড়ে থাকাও সম্ভব নয়।

তাই সকলেই চান, ফোনটি যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। কয়েক বছর আগে পর্যন্ত প্রায় সব মানুষই তাঁদের ফোনে স্ক্রিনগার্ড লাগাতেন। আজও এই প্রবণতা রয়ে গিয়েছে অনেকের মধ্যে।

কিন্তু, অত্যাধুনিক স্মার্টফোনের স্ক্রিনে আজকাল ব্যবহার করা হচ্ছে খুব মজবুত কাচ। অ্যান্ড্রয়েড ফোনের গরিলা গ্লাস হোক বা আইফোনে ব্যবহৃত সেরামিক শিল্ড গ্লাস— দু’টিই খুব শক্তিশালী।

একমাত্র কোনও খনিজ পদার্থের সাহায্যেই এই কাচে ক্ষত তৈরি করা যেতে পারে। কারও পকেটে যদি গাড়ি বা বাড়ির চাবি থাকে, সঙ্গে থাকে মোবাইল, তাহলেও স্ক্রিনে কোনও ভাবেই দাগ হবে না। তবে ছোটখাটো দাগ ধরতে পারে।

স্ক্রিন প্রোটেক্টর লাগানোর কিছু অসুবিধাও আছে। এটি লাগানো হলে ডিসপ্লে স্পর্শ করার অনুভূতি নিজেই বদলে যায়। স্ক্রিন গার্ড লাগানো হলে ডিসপ্লে-ও বদলে যায়।

আসল স্ক্রিনের তুলনায় অনেক কম দামি এইসব গার্ডে আঁচড় ধরে খুব সহজে। ফলে তা দ্রুত নোংরা হয়ে যায়। তার প্রভাব পড়ে ভিডিও-সহ অন্য ডিসপ্লে-র উপর।

তবে সত্যিই যদি নিজের মোবাইলের স্ক্রিন রক্ষা করার প্রয়োজন হয় তবে অ্যান্টি-গ্লেয়ার ব্যবহার করা যেতে পারে। যাঁরা হাইকিং করেন বা সমুদ্র সৈকতে ভ্রমণ করতে পছন্দ করেন অথবা কোনও নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে অবশ্যই মোবাইল স্ক্রিন নিয়ে ভাবতে হবে। এই ক্ষেত্রে, স্ক্রিন গার্ড লাগানো উচিত।

অর্থাৎ, প্রয়োজনের উপর নির্ভর করে স্ক্রিন গার্ড লাগানো যেতে পারে।

(Feed Source: news18.com)