শিব মন্দিরে চুরি হচ্ছে দেখে ঠেকাতে যান, তাতেই ভয়ঙ্কর পরিণতি সিভিক ভলেন্টিয়ারের

শিব মন্দিরে চুরি হচ্ছে দেখে ঠেকাতে যান, তাতেই ভয়ঙ্কর পরিণতি সিভিক ভলেন্টিয়ারের

উত্তর দিনাজপুর: মন্দিরে চুরি হচ্ছে দেখে বাধা দিতে গিয়ে বেধড়ক মার খেলেন সিভিক ভলেন্টিয়ার। বুধবার গভীর রাতে চোপড়ার দাসপাড়া সন্ন্যাসীতলা শিব মন্দিরে চুরি করছিল একদল দুষ্কৃতী। বিষয়টি রাত পাহারার দায়িত্বে থাকা দুই সিভিক ভলেন্টিয়ারের নজরে পড়ে। বাধা দিতে গেলে তাদের বেধড়ক মারধর করে ছয় দুষ্কৃতী। মার খেয়ে গুরুতর জখম হয়েছেন এক সিভিক ভলেন্টিয়ার। তাঁকে আশংকা জনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে আগ্নেয়াস্ত্র সহ ছয় দুষ্কৃতী মন্দিরে চুরি করতে ঢোকে। সেই সময় রাতে পাহারায় ছিল দুই সিভিক ভলান্টিয়ার। তারা বাধা দিতে গিয়ে আক্রান্ত হয়। তবে সিভিক ভলেন্টিয়ারদের মারধর করার পর আর ঝুঁকি নেয়নি ওই দুষ্কৃতীরা। হাতের সামনে মন্দিরের দুটি দানপত্র পেয়ে সেগুলো নিয়েই চম্পট দেয়। ওই দানপাত্রে ২০ থেকে ২৫ হাজার টাকা ছিল বলে স্থানীয়দের দাবি। রাতেই ওই সিভিক ভলেন্টিয়ারকে গুরুতর জখম অবস্থায় ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।

এদিকে ওই গুরুতর আহত সিভিক ভলান্টিয়ারের শারীরিক পরিস্থিতির অবনতি ঘটলে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করেন কর্তব্যরত চিকিৎসকরা। এদিকে খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছয় চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ। স্থানীয়রা দুষ্কৃতীদের কড়া শাস্তির দাবি জানান। এদিকে বৃহস্পতিবার সকালে মন্দির থেকে কিছুটা দূরে দানপাত্র দুটি থাকা অবস্থায় পাওয়া যায়। এলাকার মানুষ সেগুলি সংগ্রহ করে পুলিশের হাতে তুলে দিয়েছে।

(Feed Source: news18.com)