রিজার্ভ ব্যাঙ্ক নিয়ে আসছে লাইটওয়েট পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম বা LPSS। যা সারা দেশের পেমেন্ট ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটাতে পারে। ২০২৩-২৪ বার্ষিক প্রতিবেদনে RBI এই LPSS নিয়ে তার পরিকল্পনার কথা বিস্তারিত জানিয়েছে।
লাইটওয়েট পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম বা LPSS-এর কী প্রয়োজন?
রিজার্ভ বাঙ্ক বলছে, অর্থপ্রদানের এই ব্যবস্থাটি এমন ভাবেই তৈরি করা হবে যাতে যেকোনও জায়গা থেকে তা পরিচালনা করা যায়। প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধের মতো চরম পরিস্থিতি মোকাবিলা করার জন্যে প্রস্তুত থাকবে এই সিস্টেম। শুধুমাত্র প্রয়োজনের ভিত্তিতেই সক্রিয় করা হবে। কর্মীও লাগবে ন্যূনতম।
ইন সলিউশন গ্লোবাল লিমিটেডের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার শচীন ক্যাসটেলিনো বলেছেন, এই সিস্টেম দেশের পেমেন্ট ব্যবস্থাকে সমৃদ্ধ করবে। সেই সঙ্গে তিনি বলেন, ‘দুর্যোগের সময় যাতে নিরাপদ এবং নিশ্চিত ডিজিটাল পেমেন্ট করা যায় তার জন্যে এই সিস্টেমে ব্যবহার করা হবে উন্নতমানের প্রযুক্তি।’
এটি কি RTGS, UPI, NEFT-র বিকল্প হয়ে উঠবে?
লাইটওয়েট পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম LPSS কাজ করবে স্বাধীন ভাবে। তার সঙ্গে RTGS, UPI, NEFT-র সম্পর্ক নেই। এর লক্ষ্য হবে প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে নিশ্চিত লেনদনে সাহায্য করা। এর সাহায্যে সরকার এবং বাজার-সম্পর্কিত লেনদেনের মতো অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করে এমন গুরুত্বপূর্ণ লেনদেনগুলি করা যাবে।
রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট, ন্যাশনাল ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার এবং ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের নেটওয়ার্ক অত্যন্ত জটিল। কিন্তু তারপরেও প্রাকৃতিক বিপর্যয় এবং যুদ্ধের মতো জরুরি অবস্থায় এর পরিকাঠামো ব্যহত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকেই যায়। একটি রিপোর্টে এমনই আশঙ্কা ব্যক্ত করেছে খোদ RBI।
এসএজি ইনফোটেকের এমডি অমিত গুপ্তা বলেছেন, রিজার্ভ ব্যাঙ্ক LPSS-এর মাধ্যমে প্রয়োজনীয় অর্থপ্রদান পরিষেবাকে নিশ্চিত করতে চায়। চরম ও অস্থির পরিস্থিতিতেও যাতে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব হয়।
অর্থাৎ LPSS-এর জন্যে আলাদা পরিকাঠামো তৈরি করা হবে। তার সঙ্গে RTGS, UPI, NEFT-র কোনও সম্পর্ক থাকবে না। এমনটাই মনে করেন মাইফান্ডবাজারের সিইও এবং প্রতিষ্ঠাতা বিনীত খান্দার। তাঁর কথায়, ‘RBI-এর লক্ষ্য হল, ভারতে অর্থপ্রদান ব্যবস্থার নিরাপত্তা, দক্ষতা এবং বিশ্বস্ততাকে শক্তিশালী করা, এমনকি চরম পরিস্থিতিতেও যাতে সিস্টেম কোনওভাবে ভেঙে না পড়ে।’