সান নিউজ ডেস্ক: সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা প্রায় ৭৯ হাজার।
সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধিতা জরিপ কর্মসূচির তথ্যানুযায়ী এ হিসাব জাতীয় সংসদে দেন তিনি।
মঙ্গলবার (৬ জুন) সংসদে লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন চৌধুরী সংসদ অধিবেশনে সভাপতিত্ব করেন।
সরকারি দলের সদস্য মনজুর হোসেনের প্রশ্নের জবাবে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, সমাজসেবা অধিদপ্তরের প্রতিবন্ধিতা শনাক্তকরণ জরিপ কর্মসূচির ডিজেবিলিটি ইনফরমেশন সিস্টেম (ডিআইএস) ডাটাবেইজে সংরক্ষিত তথ্য অনুযায়ী দেশে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ৭৮ হাজার ৮৯০ জন।
(Feed Source: sunnews24x7.com)