প্যান্টের পকেটে মোবাইল রাখার আগে সাবধান! এই তরুণীর সঙ্গে যা হল, শুনলে চমকে উঠবেন

প্যান্টের পকেটে মোবাইল রাখার আগে সাবধান! এই তরুণীর সঙ্গে যা হল, শুনলে চমকে উঠবেন

হরিয়ানা: মোবাইল ছাড়া আজকাল একমুহূর্ত ভাবা যায় না৷ ডিজিটালাইজেশনের যুগে প্রত্যেকদিন ফোনের ওপর নির্ভরতা আরও বাড়ছে৷ সাধের মোবাইলটি এক মুহূর্ত কাছে না থাকলে নিজেকে যেন অচল মনে হয়৷ কিন্তু জানেন পকেটে থাকা আপনার ফোনটি সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে৷ সম্প্রতি এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার শিকার হয়েছেন এক তরুণী৷ পকেটে থাকা ফোনটি ব্লাস্ট হয়ে বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন৷

ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদ জেলার বল্লভগড়ে৷ গ্রীষ্মের ছুটিতে দাদু ঠাম্মার কাছে বেড়াতে আসছিলেন ওই তরুণী৷ তাঁর আসলে উত্তরপ্রদেশের ইটা জেলার বাসিন্দা৷ বর্তমানে ফরিদাবাদের অন্য একটি গ্রামে থাকেন৷ বল্লভগড়ে যাওয়ার সময় তাঁর পকেটে ছিল মোবাইল ফোনটি৷ বাস বল্লভপুর আড্ডা চকে পৌঁছানোর পর মুহূর্তেই প্যান্টের থাকা ফোনের ব্যাটারি ফেটে যায়৷ যুবতীর কথায় তৎক্ষনাৎ আগুন লেগে ওই স্থান ঝলসে যায়৷

ভয়ঙ্কর এই ঘটনার পর যুবতীকে বল্লভগড় সিভিল হাসপাতালে নিয়ে আসা হয়৷ এখানকার আপদকালীন চিকিৎসা বিভাগের চিকিৎসকরা তার প্রাথমিক চিকিৎসা করেন৷ সেই তরুণীর পরিবারের লোকজনকেও খবর পাঠানো হয়৷

কী বললেন তরুণীর বাবা?
আহত যুবতীর বাবা সঞ্জীব বাবু বলেন গ্রামে যাচ্ছিলেন মেয়ে৷ সঙ্গে ছিল মোবাইল ফোন৷ সেই ফোন ফেটে গিয়েই এমন বিপত্তি৷ মেয়ের চোট নিয়েও চিন্তিত বাবা৷

অবশ্য মোবাইল বিস্ফোরণের ঘটনা এই প্রথম নয়৷ এর আগেও বহুবার শোনা গিয়েছে৷ ব্যাটারির গরম হয়ে বিস্ফোরনের ঘটনা ক্রমশ বাড়ছে৷

(Feed Source: news18.com)