শালিমার ছাড়তেই ফের হোঁচট খেল করমণ্ডল এক্সপ্রেস, কেন থমকাল সাঁতরাগাছিতে?

শালিমার ছাড়তেই ফের হোঁচট খেল করমণ্ডল এক্সপ্রেস, কেন থমকাল সাঁতরাগাছিতে?

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঠিক পাঁচদিনের মাথায় যাত্রা শুরু করল করমণ্ডল এক্সপ্রেস। তবে হাওড়া থেকে করমণ্ডল এক্সপ্রেস যাত্রা শুরুর দিনেই জোর হোঁচট খেল ট্রেনটি। বিভ্রাট দেখা দিল আবার ওই ট্রেনে। হাওড়া থেকে তখন আতঙ্ককে সঙ্গী করে ট্রেনে চেপেছেন যাত্রীরা। সাঁতরাগাছি স্টেশনে পৌঁছতেই বাতানুকূল কামরার এসি খারাপ হয়ে গেল। আজ বুধবার দুপুরে করমণ্ডল এক্সপ্রেস ছাড়ার কথা ছিল ৩টে ২০ মিনিটে। সেখানে ট্রেন ছাড়ে ৬ মিনিট দেরিতে। যাত্রীদের মধ্যে শুক্রবারের বিভীষিকাময় দুর্ঘটনার কথা চর্চা হয়েছে। এমন সময় ট্রেনের এসি বন্ধ হয়ে গেল! সাঁতরাগাছি স্টেশনে থমকে গেল সেই করমণ্ডল এক্সপ্রেস।

এদিকে উদ্বেগের মধ্যেই ট্রেনটি সাঁতরাগাছি পৌঁছনোর পর এসি বিকল হয়ে যায় বাতানুকুল কামরার। তখন আবার টেনশন শুরু হয় যাত্রীদের দমবন্ধ পরিস্থিতিতে। তখন সঙ্গে সঙ্গে সাঁতরাগাছিতে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে যায় করমণ্ডল এক্সপ্রেস। পরে বি–১ এবং বি–২ কোচে এসি চালু হলেও বি–৩ কোচে এসি বিভ্রাট দেখা দেয়। তবে পরে অবশ্য ঠিক হয়ে যায় সেই সমস্যার। গত শুক্রবার ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়েছিল করমণ্ডল এক্সপ্রেস। সেই দুর্ঘটনায় একটি মালগাড়ি এবং হাওড়া যশবন্তপুর এক্সপ্রেসও পড়েছিল। প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছে ওই ট্রেন দুর্ঘটনায়।

অন্যদিকে রেলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত মৃত্যুর সংখ্যা এসে দাঁড়িয়েছে ২৮৮–তে। তারপর আজ বুধবার বিকেল পর্যন্ত সেই সংখ্যা আর বাড়েনি। যদিও উদ্ধারকাজ এবং রেললাইন ঠিক করার কাজ একসঙ্গে চলছিল। মঙ্গলবার রেল জানায় আবার চলবে আপ করমণ্ডল এক্সপ্রেস। প্রায় ১১৬ ঘণ্টা পর সেটা চালু হলেও হোঁচট খায় বাতানকুল ট্রেনটি। এখন ট্রেনটি ছাড়লেও উদ্বেগ পুরোদমে রয়েছে যাত্রীদের মধ্যে। আগামীকাল বৃহস্পতিবার সকালে সেটা পৌঁছনোর খবর মিলবে। তার আগে সকলের মধ্যেই উদ্বেগ বজায় থাকবে।

আর কী জানা যাচ্ছে?‌ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃতদেহের স্তূপের সাক্ষী থেকেছে গোটা দেশ তথা বিশ্ব। তারপর ঘটনাস্থলে পরিদর্শনে গিয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোকবার্তা এসেছে আমেরিকা, জাপান–সহ বিশ্বের একাধিক দেশ থেকে। এই ঘটনার পর রেললাইন মেরামত করার পর বুধবার ট্রেন পরিষেবা স্বাভাবিক হয়েছে বলে জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে দক্ষিণ–পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য চৌধুরি সংবাদমাধ্যমে বলেন, ‘‌এমন কোনও অভিযোগ এখনও পর্যন্ত জানা নেই। এসি বিকল হবার খবর জানা নেই। তবে যদি হয়ে থাকে নিশ্চয়ই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’‌

(Feed Source: hindustantimes.com)