কলকাতা : দুপুর ১২ টা ৩১ মিনিট থেকে ইডি দফতরে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা বন্দ্যোপাধ্য়ায়। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। এরপর প্রায় তিন ঘণ্টা ২০ মিনিটের জিজ্ঞাসাবাদের পর আজকের মতো সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে আসতে দেখা যায় অভিষেক পত্নীকে।
কয়লা পাচার মামলায় এর আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে রুজিরাকে। তবে সূত্রের খবর, এবার আরও কিছু তথ্য প্রমাণ নিয়েই জেরায় নেমেছে গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। এই মামলায় যাঁদের আগে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাঁদের বয়ানের তথ্য তুলে ধরে রুজিরাকে প্রশ্ন করা হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
সিজিও কমপ্লেক্সের সাড়ে ১২টা নাগাদ প্রবেশ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা। ১টার পরে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। এদিন ১১ টায় তাঁকে তলব করে ইডি। কিন্তু দেখা গেল, ঘণ্টাখানেক পরে বাড়ি থেকে বের হন তিনি। একটি সাদা গাড়ি করে এদিন তিনি রওনা দেন। পরনে ছিল হালকা ছাপা সালোয়ার।
তদন্তকারী সংস্থা সূত্রে খবর, রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি থেকে এসেছেন ইডি কর্তারা। ইডি অফিসার পঙ্কজ কুমারের নেতৃত্বেই জিজ্ঞাসাবাদ করা হয় বলে সূত্রের খবর। সঙ্গে ছিলেন কলকাতার দুই মহিলা অফিসার। এদিন রুজিরা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই দিল্লির ইডি অফিসাররা বেরিয়ে যান বিমানবন্দরের উদ্দেশ্যে।