‘কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি’, কড়া জবাব অভিষেকের

‘কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি’, কড়া জবাব অভিষেকের

কলকাতা: ‘কারও বাবার চাকর নই, ডাকলেই যেতে হবে নাকি!’, নিয়োগ দুর্নীতিতে ইডির নোটিস নিয়ে পাল্টা আক্রমণে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। ‘যত বার ডাকবে, তত বার যেতে হবে নাকি? কারও বাবার চাকর নই। নবজোয়ার যাত্রার মাঝে যাওয়ার প্রশ্ন নেই, পরে দেখা যাবে’, নদিয়ার (Nadia) কালিগঞ্জ থেকে স্পষ্ট বলে দিলেন ডায়মন্ড হারবারের (Diamond Harbour) তৃণমূল সাংসদ (TMC MP Abhishek Banerjee)। সঙ্গে আরও জানালেন, তাঁর ঠিকানায় চিঠি আসেনি। মুখ্যমন্ত্রীর বাসভবনের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। তাঁর বক্তব্য, ‘,পঞ্চায়েতের পর দেখা যাবে’।

‘আমার স্ত্রীকে ছাড়ার ১৫ মিনিট পর আমাকে নোটিস ইডির, নবজোয়ার শেষ হওয়ার পর আমাকে ডাকার অনুরোধ করেছিলাম সিবিআইকে। সিবিআই-ইডির বিরুদ্ধে আমার কোনও অভিমান নেই, ওরা ওদের ডিউটি করছে। কিন্তু আমরা যখন মানুষের সমর্থন পাচ্ছি, তখন হেনস্থা করার চেষ্টা করা হচ্ছে’, চাঁচাছোলা বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর অভিযোগ, ‘নবজোয়ার কর্মসূচিকে বাধা দেওয়ার চেষ্টা করছে বিজেপি। পঞ্চায়েত ভোটের দিন ঘোষণার সময়ই আমাকে নোটিস পাঠানো হয়।’ সাংসদ মনে করিয়েছেন, ‘আগেও আমাকে ৯-১০ ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দিল্লিতেও তলব করেছিল, গিয়েছি। ৮ জুলাইয়ের পর ডাকলে যাব।’  কিন্তু যে ভাবে তাঁকে ব্যতিব্যস্ত করার চেষ্টা চলছে, তাতে তিনি যারপরনাই ক্ষুব্ধ। ‘১০-১১ ঘণ্টা করে অপচয়ের সময় আমার নেই। আমি কারও ক্রীতদাস নই,’ হুঙ্কার অভিষেকের। বিজেপির বিরুদ্ধেও তোপ দেগেছেন সাংসদ। তাঁর কটাক্ষ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে বিধানসভা ভোট করেও বিজেপি হেরেছে। ‘পঞ্চায়েত নির্বাচন নিয়ে বিজেপির এত ভয় কীসের? প্রার্থী না থাকলে কোথা থেকে মনোনয়ন দেবে? কেউ মনোনয়ন না দিতে পারলে আমাকে ফোন করবেন।’

প্রেক্ষাপট…
আজ প্রায় সাড়ে তিন ঘণ্টা অভিষেক-পত্নী রুজিরাকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তার পরই সন্ধের দিকে জানা যায়, মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও তলব করা হয়েছে। সিবিআইয়ের পর এবার নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেককে নোটিস পাঠাল ইডিও, বলছে সূত্র। শোনা যাচ্ছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ডায়মন্ড হারবারের সাংসদকে জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় সংস্থা। সূত্রের খবর, কুন্তল ঘোষের চিঠি ছাড়াও একাধিক তথ্যকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ চায় ইডি। এই মুহূর্তে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেফাজতে সিজিও কমপ্লেক্সেই রয়েছেন ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র। আগামী ১৪ জুন পর্যন্ত হেফাজতে ‘কাকু’। তার ঠিক আগের দিন, অর্থাৎ ১৩ জুন, অভিষেককে তলব করেছে ইডি।  প্রসঙ্গত, গত ২০ মে কুন্তলের চিঠির প্রেক্ষিতে অভিষেককে প্রায় ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এবার পঞ্চায়েতের দিন ঘোষণা, রুজিরাকে জিজ্ঞাসাবাদের দিনই তৃণমূল সাংসদকে নোটিস ইডির।

(Feed Source: abplive.com)