WTC Final 2023, IND vs AUS: ‘গ্রিনটপে কেন অফ স্পিনার খেলবে না?’ অশ্বিনের ছাঁটাই প্রসঙ্গে সৌরভের কটাক্ষে বিদ্ধ রাহুল-রোহিত

WTC Final 2023, IND vs AUS: ‘গ্রিনটপে কেন অফ স্পিনার খেলবে না?’ অশ্বিনের ছাঁটাই প্রসঙ্গে সৌরভের কটাক্ষে বিদ্ধ রাহুল-রোহিত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ওভালের (The Oval) বাইশ গজে বল পড়ার আগেই সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) নিজের পছন্দের একাদশ জানিয়েছিলেন। অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে সেই দলে ছিলেন এক ও অদ্বিতীয় রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। তবে গোট ক্রিকেট দুনিয়াকে অবাক করে দিয়ে বিশ্বের এক নম্বর স্পিনারকে ছাঁটাই করেছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এমন কঠিন সিদ্ধান্ত টিম ইন্ডিয়ার (Team India) অধিনায়কের একার হতে পারে না। সেটা স্কুলে পড়া ছেলেও বুঝতে পারে। আর তাই চলতি বিশ্ব টেস্ট ফাইনালে (ICC World Test Championship Final 2023) ভারতীয় বোলিং ব্যর্থ হতেই, কোচ ও অধিনায়ককে তীব্র কটাক্ষ করলেন মহারাজ।

ন্যাথান লিও-র বলে রবীন্দ্র জাদেজা আউট হতেই মাইক হাতে মুখ খুললেন ক্ষুব্ধ সৌরভ। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, “কে বলল সবুজ পিচে অফ স্পিনারকে খেলানো যায় না? বাঁ হাতি ব্যাটার জাদেজার বিরুদ্ধে ন্যাথান লিও কেমন বল করল দেখুন। টেস্ট ক্রিকেটে ওর ৪০০-র বেশি উইকেট আছে। এই মুহূর্তে ভারতের সেরা ব্যাটারকে ফেরাল ও। বলটা যেমন টার্ন করেছে তেমনই বাউন্স ছিল।”

এর আগে টেস্টের প্রথম দিনও অশ্বিনকে বাদ দেওয়া নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন সৌরভ। অজি লাইন আপে চারজন বাঁহাতি ব্যাটার আছে। সেই প্রসঙ্গে মহারাজ যোগ করেছিলেন, “অশ্বিনের মতো একজন ম্যাচ উইনারকে দলে না রেখে ভারত ভুল করেছে। অশ্বিনকে খেলালে ভালোই হত, কারণ অন্য দিক থেকে জাদেজা সাপোর্ট পাচ্ছে না। জাদেজা একদিক থেকে চাপ তৈরি করে রাখছে ঠিকই কিন্তু অন্য প্রান্ত থেকে কেউ রানের গতি আটকে রাখতে পারছে না।”

৪৮ রানে ব্যাট করা জাদেজা অজি অফ স্পিনারের বাইরে যাওয়া ডেলিভারিকে বুঝতেই পারলেন না। বলটা একটু লাফাতেই জাদেজার ব্যাটের কানা নিয়ে চলে গেল স্টিভ স্মিথের হাতে। ১৪২ রানে ৫ উইকেট হারায় ভারত। জাদেজা আউট হতেই ক্যামেরা ঘুরে চলে গেল রোহিত ও অশ্বিনের দিকে। বুঝে নিতে অসুবিধা হয় না যে, কিসের ইঙ্গিত করা হচ্ছে। অশ্বিনের মোট ৪৭৪ উইকেটের মধ্যে ২৪১ উইকেট বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে। গত বর্ডার-গাভাসকর ট্রফি এর জ্বলন্ত প্রমাণ। সেই সিরিজে ২৫ উইকেটের ১৫টি এসেছিল বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে। এমন ক্রিকেটারকে কীভাবে দলের বাইরে রাখতে পারে! সেই প্রশ্নটাই আবার তুলে দিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

(Feed Source: zeenews.com)